The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪

এমপিওভুক্ত হচ্ছেন ৮ হাজার শিক্ষক-কর্মচারী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ৮ হাজার শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর মধ্যে স্কুল পর্যায়ের প্রায় সাত হাজার ও কলেজ পর্যায়ের এক হাজার শিক্ষক-কর্মচারী রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা ভবনে এমপিও কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাউশি মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ।

সভা সূত্রে জানা গেছে, ৭ হাজার ৯৫৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৮৭০ জন স্কুলের। আর কলেজ পর্যায়ের রয়েছেন এক হাজার ৮৭ জন।

স্কুলে এমপিওভুক্ত হওয়া শিক্ষক-কর্মচারীদের মধ্যে ঢাকা অঞ্চলের এক হাজার ৫৪ জন, খুলনার ১ হাজার ৯৬, রাজশাহীর ৮৫৫, বরিশালের ৫১২, চট্টগ্রামের ৭৫২, কুমিল্লার ৪৯২, জন, ময়মনসিংহের ৮৮৭, সিলেটের ৫৩৬, এবং রংপুরের ৬৮৬ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। আর কলেজের মধ্যে রাজশাহীর ২৬২, খুলনার ১৮৪, রংপুরের ১৪০, ঢাকার ৯৭, বরিশালের ১২১, চট্টগ্রামের ৮৭, কুমিল্লার ৯৬ জন, ময়মনসিংহের ৭৭ এবং সিলেট অঞ্চলের ২৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.