The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪

এমপিওভুক্তিসহ তিন দফা দাবি অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজগুলোতে বিধি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ও কর্মরত অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকরা এমপিওভুক্তিসহ তিন দফা দাবি করেছেন।

আজ শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি মো. মনিরুজ্জামান মোড়ল বলেন, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এমপিওভুক্ত বেসরকারি কলেজগুলোর অনার্স- মাস্টার্স কোর্সে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত হয়েও দীর্ঘ ৩০ বছর এমপিও ও বেতন বঞ্চিত রয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের এমপিওভুক্তির জন্য করুণা ভিক্ষা করছি। তিনি চাইলেই ৩০ বছরের শ্রমদাস প্রথা থেকে আমাদের মুক্তি দিতে পারেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করলেও সংশ্লিষ্টদের কোনো গুরুত্ব দেখতে পাইনি৷ সুতরাং আমরা স্পষ্ট বলতে চাই, আগামী ১৫ দিনের মধ্যে আমাদের দাবি না মানা হলে ২৮ নভেম্বর থেকে সচিবালয় ঘেরাও এবং আমরণ অনশন কর্মসূচি দেওয়া হবে।

তাদের তিন দফা দাবি—

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজগুলোর অনার্স-মাস্টার্স পর্যায়ে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও কর্মরত সব শিক্ষককে এমপিওভুক্ত করতে হবে।

সরকারি কলেজে বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসনের বিষয়গুলোতে সর্বোচ্চ ১৫০ এবং মানবিক বিভাগের বিষয়গুলোতে সর্বোচ্চ ১৫০-২০০ আসন এবং বেসরকারি কলেজে সব বিষয়ে আসন সংখ্যা ১০০-১৫০ করতে হবে।

পূর্ণ বেতন-ভাতার শর্তে কলেজগুলোতে শিক্ষকদের নিয়োগ দিলেও সারা দেশে কলেজ ভেদে শিক্ষকদের ৩ হাজার, ৫ হাজার, ৭ হাজার, ১০ হাজার টাকা বেতন দিত। কিন্তু শিক্ষার্থী ভর্তি কম এ অজুহাতে তাও বন্ধ রয়েছে। সেক্ষেত্রে ভর্তির শর্তে আগের জিপিএ পয়েন্ট বহাল রাখতে হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.