The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪

একদিনে ৪ পরীক্ষক সহ সর্বোচ্চ ৬৫ জন বহিষ্কার, অনুপস্থিত ১৮ হাজার

সারাদেশে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিন বুধবার অসদুপায় অবলম্বনের দায়ে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে মোট ৬৫ জন বহিষ্কার হয়েছেন। এর মধ্যে ৬১ জন পরীক্ষার্থী, বাকি ৪ জন পরীক্ষক। তারা চারজনই সিলেট বোর্ডের কক্ষ পরিদর্শকের দায়িত্বে ছিলেন।

এছাড়াও আজ অনুপস্থিত ছিলেন ১৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থী। বুধবার (৩ মে) বিকেলে এসব তথ্য জানায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

কমিটি জানায়, তৃতীয় দিনে ৯টি সাধারণ বোর্ডের অধীনে আজ ইংরেজি ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে পরীক্ষা।

এর আগে ৩০ এপ্রিল প্রথম দিনে অনুপস্থিত ছিল সাড়ে ৩১ হাজার, বহিষ্কার ছিল ২০ জন এবং দ্বিতীয় দিনে অনুপস্থিত ছিল ৩২ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থী পাশাপাশি ৩৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা।

এদিকে

এ বছর সব শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী। এ বছর মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ হাজার ৭৯৮টি। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে কেন্দ্র ২ হাজার ২৪৪টি, শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ হাজার ৭৮৬টি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.