The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪

উখিয়ায় গরুর বদলে জবাই হলো ঘোড়া, কসাই পালাতক!

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা এলাকা থেকে ঘোড়ার মাংস জব্দ করলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা।

মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোর ৫ টার দিকে মরিচ্যা এলাকার মাবু নামের এক কসাই এর বাড়ি থেকে ঘোড়ার মাংস জব্দ করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বিষয় টি নিশ্চিত করে জানান, আমার কাছে খবর আসে মাবু কসাই এর বাড়িতে ঘোড়া জবাই করা হয়েছে বাজারে কেজি মূল্যে বিক্রি করার উদ্দেশ্য জাবাই করা হয়েছে। এমন তথ্য পাওয়ার সাথে সাথেই স্থানীয়দের সঙ্গে নিয়ে তার বাড়িতে গিয়ে দেখি ঘোড়ার মাথাসহ মাংস কাটাকাটি চলছে। আমাদের উপস্থিতি টের পেয়ে কসাই মাবু পালিয়ে যায়। পরে মাংস ও ঘোড়ার মাথা জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান এ বিষয়ে পুলিশে খবর দেয়া হয়েছে। মাবু কসাই এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান জানান, মাবু কসাই এর আগেও বিভিন্ন স্থান থেকে ঘোড়া সংগ্রহ করে বাজারে বিক্রি করে লোকজনদের খাইয়েছেন।
পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে সে এই ঘোড়া জবাই করেছে। চেয়ারম্যান ও স্থানীয়রা বুঝতে না পারলে আজ আমাদের ঘোড়ার মাংস খাওয়ানো হতো। আমরা মাবু কসাই এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।

তাফহীমুল আনাম/

You might also like
Leave A Reply

Your email address will not be published.