The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩

ইসরায়েলি পতাকা খুলে ফেলে দিলো কাক: ভিডিও ভাইরাল

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের পতাকা ঠোকরাতে ঠোকরাতে খুলে ফেলে দিচ্ছে কাক- এমন একটি ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। এটি শেয়ার করে অনেক ফিলিস্তিনি বলছেন, ইসরায়েলের ধ্বংসযজ্ঞ ও দখলদারত্ব মেনে নিচ্ছে না অবুঝ কাকও।

আরব নিউজের খবরে জানা যায়, পতাকাটি ফিলিস্তিনে ইসরায়েলের অধিকৃত একটি ভবনের ছাদে টাঙানো ছিল। ভিডিওতে দেখা যায়, একটি লৌহদণ্ডের মাথায় টাঙানো রয়েছে ইসরায়েলি পতাকা। এসময় সেখানে একটি কাক উড়ে এসে বসে। বসেই পতাকা ঠোকরাতে ও টানতে থাকে। এভাবে একের পর এক চেষ্টায় শেষপর্যন্ত সফল হয় কাকটি। লৌহদণ্ড থেকে ইসরায়েলের পতাকাটি খুলে নিচে ফেলে দেয় সে।

অভাবনীয় এ ঘটনাটি দেখতে কিছু ফিলিস্তিনি জড়ো হয়েছিলেন সেখানে। কাকটি তার মিশনে পাস করার পরপরই উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা।

সোশ্যাল মিডিয়ায় ২৪ সেকেন্ডের ওই ভিডিওটি শেয়ার হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়। একজন মন্তব্য করেছেন, ‘স্মার্ট ফিলিস্তিনি ‘ইহুদিবিরোধী’ কাক…’। আরেকজন লিখেছেন, ফিলিস্তিনের প্রাণীরাও ইহুদিবাদী ধ্বংসযজ্ঞকে সমর্থন করে না।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ইসরায়েলি পতাকা খুলে ফেলে দিলো কাক: ভিডিও ভাইরাল

ইসরায়েলি পতাকা খুলে ফেলে দিলো কাক: ভিডিও ভাইরাল

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের পতাকা ঠোকরাতে ঠোকরাতে খুলে ফেলে দিচ্ছে কাক- এমন একটি ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। এটি শেয়ার করে অনেক ফিলিস্তিনি বলছেন, ইসরায়েলের ধ্বংসযজ্ঞ ও দখলদারত্ব মেনে নিচ্ছে না অবুঝ কাকও।

আরব নিউজের খবরে জানা যায়, পতাকাটি ফিলিস্তিনে ইসরায়েলের অধিকৃত একটি ভবনের ছাদে টাঙানো ছিল। ভিডিওতে দেখা যায়, একটি লৌহদণ্ডের মাথায় টাঙানো রয়েছে ইসরায়েলি পতাকা। এসময় সেখানে একটি কাক উড়ে এসে বসে। বসেই পতাকা ঠোকরাতে ও টানতে থাকে। এভাবে একের পর এক চেষ্টায় শেষপর্যন্ত সফল হয় কাকটি। লৌহদণ্ড থেকে ইসরায়েলের পতাকাটি খুলে নিচে ফেলে দেয় সে।

অভাবনীয় এ ঘটনাটি দেখতে কিছু ফিলিস্তিনি জড়ো হয়েছিলেন সেখানে। কাকটি তার মিশনে পাস করার পরপরই উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা।

সোশ্যাল মিডিয়ায় ২৪ সেকেন্ডের ওই ভিডিওটি শেয়ার হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়। একজন মন্তব্য করেছেন, ‘স্মার্ট ফিলিস্তিনি ‘ইহুদিবিরোধী’ কাক...’। আরেকজন লিখেছেন, ফিলিস্তিনের প্রাণীরাও ইহুদিবাদী ধ্বংসযজ্ঞকে সমর্থন করে না।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন