The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪

ইবি শিক্ষকের নিয়োগ বাণিজ্যের অডিও ক্লিপ ভাইরাল, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ পাঁচ বছর পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুলের নিয়োগ বাণিজ্য সংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ইবি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই শিক্ষক। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডি সূত্রে, দীর্ঘদিন পূর্বে বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের বিরুদ্ধে সাজানো বানোয়াট, মিথ্যা নিয়োগ বাণিজ্যকে কেন্দ্র করে একটি অভিযোগ হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হওয়ায় ২০২১ সালের ৩ আগস্ট তাদেরকে উক্ত অভিযোগের দায় হতে অব্যহতি প্রদান করে।

জিডি সূত্রে আরও জানা যায়, গত ২১ আগস্ট বেলা আনুমানিক সাড়ে ১১ টার দিকে অজ্ঞাতনামা ফেসবুক আইডি থেকে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। ড. বাকী বিল্লাহর দাবি মীমাংসিত ঘটনার পরেও তার ভয়েজ এডিট করে একটি মিথ্যা ফেসবুক পোস্ট করে তাকে সম্মানহানী করার চেষ্টা করা হয়েছে। এরপর ওই অজ্ঞাতনামা ফেসবুক আইডির সাথে ড. বাকী বিল্লাহ বারংবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়।

এ বিষয়ে ড. বাকী বিল্লাহ বলেন, জিডিতে বিস্তারিত দেওয়া আছে, দুদকের কপি দেওয়া আছে এবং আমাদের আবেদনের কপিও দেওয়া আছে৷ এছাড়া আরও বহু কাগজপত্র দেওয়া আছে। এ বিষয়ে আমি মামলার প্রস্তুতি নিচ্ছি। শুধু সুনির্দিষ্ট প্রমাণ দরকার। কাউকে আমি ছাড় দেবোনা। এক চুল পরিমাণ ছাড় দেবো না। যে কেউ হোক না কেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.