The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪

ইবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি টনির অডিও ফাঁস

নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় সাহা টনির কন্ঠসদৃশ ‘কমিটির রদবদল সংক্রান্ত’ ১ মিনিট ৩২ সেকেন্ডের অডিও ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রবিবার রাতে ‘জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা’ নামের একটি ফেসবুক আইডি থেকে অডিওটি পোস্ট করা হয়। অডিওতে তন্ময় সাহা টনির ছবি ব্যবহার করা হয়।

ওই অডিওতে তন্ময় সাহা টনিকে বলতে শোনা যায়, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি বরিকুল ইসলাম বাঁধন তাকে সহ-সভাপতি থেকে ভারপ্রাপ্ত সভাপতি করে দেওয়ার আশ্বাস দেন। এবং শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের নামে যে এলিগেশন আছে ওটা ফেসবুকে ভাইরাল করে একটা ইস্যু করে দিলে তাকে (তন্ময় সাহা টনি) ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিবে বলে বলতে শোনা যায়।

তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের জ্যেষ্ঠ এ সহসভাপতির দাবি, ফাঁস হওয়া অডিওর সঙ্গে তার কণ্ঠের ন্যূনতম কোনো মিল নেই।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, একটা মহল পদের লোভে আমার বিরুদ্ধে এমন ঘটনা ঘটিয়েছে, এই অডিওর মাধ্যমে উঠে এসেছে। বিষয়টি আমরা কেন্দ্রকে জানিয়েছি। তারা তদন্ত করুক। এমন ঘটনার সাথে তার (টনির) যদি সংশ্লিষ্টতা থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।

You might also like
Leave A Reply

Your email address will not be published.