The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪

ইবি ভিসির অডিও ফাঁস, তদন্ত করবেন শিক্ষকরা: নিয়োগবোর্ড স্থগিতের হিড়িক

মোস্তাক মোর্শেদ, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কণ্ঠসদৃশ অডিও ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন ইবি শাপলা ফোরাম।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) শাপলা ফোরামের সাধারণ সম্পাদক মাহবুবর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। তিন সদস্যের এ কমিটিতে রয়েছেন- ফোরামের সদস্য ও বাংলা বিভাগের অধ্যাপক রবিউল হোসেন, আইসিটি বিভাগের ড. সাদেক আলী ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন।

বিজ্ঞপ্তিতে বলা হয় সংগঠনের কার্যকরী পরিষদ সভার সিদ্ধান্ত মোতাবেক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ইসলামী বিশ্ববিদ্যালয়কে নিয়ে অডিও এবং এতদসংক্রান্ত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরসমূহ সংগ্রহপূর্বক একটি প্রতিবেদন প্রস্তুত করাএ নিমিত্তে কমিটি গঠন করা হলো।

এর আগে তথ্য ও জনসংযোগ অফিস থেকে প্রেরিত এক বার্তায় জানা যায়, অডিও ফাঁসের ঘটনায় অনিবার্য কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ও প্রকৌশল অফিসের বিভিন্ন পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করা হয়েছে। আগামী ৪ ও ৫ মার্চ অনুষ্ঠিতব্য পরিবহন অফিসের হেলপার পদে এবং ১১ মার্চ প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ও সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদের নিয়োগ নির্বাচনী বোর্ডসহ ১২ মার্চ পরিবহন অফিসের ড্রাইভার পদের জব টেস্ট স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ নিয়োগ নির্বাচনী বোর্ডের তারিখ ও সময় জানানো হবে বলে জানা যায়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.