ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকারী রেজিস্ট্রার মো. আব্দুল আজিজ পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ২৫৬তম সিন্ডিকেট সভায় ও ১২৪তম একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ ডিগ্রি প্রদান করা হয়।
‘পিতা-মাতার ভরণ-পোষণে প্রচলিত আইন : ইসলামী দৃষ্টিভঙ্গি’ শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তিনি। এই গবেষণায় তত্ত্বাবধায়ক ছিলেন আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় সভাপতি ড. সৈয়দ মাকসুদুর রহমান।
তিনি তাঁর গবেষণায় বর্তমান সমাজে পিতা-মাতাগণ সন্তানদের নিকট থেকে ভরণ-পোষণ পেতে অবহেলা ও নির্যাতনের শিকার হচ্ছেন যা ধর্মীয় এবং দেশের প্রচলিত আইনের দৃষ্টিতে গুরুতর অপরাধ তা ফুটিয়ে উঠিয়েছেন। এছাড়া বাংলাদেশে পিতা-মাতার ভরণ-পোষণে অবহেলার বাস্তব চিত্র, অবহেলিত পিতা-মাতার ভরণ-পোষণে বৃদ্ধাশ্রমের ভূমিকা, তাঁদের ভরণ-পোষণের প্রতিবন্ধকতা, উত্তোরণের উপায় সম্পর্কে মাঠ জরিপ কার্যক্রম পরিচালনা করে সুবিন্যস্তভাবে সুপারিশমালা উপস্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, আব্দুল আজিজের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া পৌরসভার বোয়াইলমারী গ্রামে। তিনি উক্ত গ্রামের মো. আব্দুল বাতেন ও আক্তার পারভীনের জ্যেষ্ঠ পুত্র।