The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪

ইবিতে ১২ দিনের ছুটি, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শীতকালীন অবকাশ ও যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে আগামী ২৩ ডিসেম্বর থেকে ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ২৩ ডিসেম্বর থেকে ০৩ জানুয়ারী পর্যন্ত শ্রেণি পাঠদান বন্ধ থাকবে এবং ০১ জানুয়ারী পর্যন্ত অফিস সমূহ বন্ধ থাকবে। তবে বন্ধ-কালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবা সমূহ যেমন- চিকিৎসা, পানি, বিদ্যুৎসহ নিরাপত্তা ও এস্টেট চালু থাকবে। এসময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রহরীদের দায়িত্ব পালনেও নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ছুটি চলাকালীন সময়েও খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ। এছাড়াও প্রভোস্ট কাউন্সিলের ১২৬তম জরুরী সভায় শীতকালীন অবকাশের সময় প্রতি হলে রাতে অন্তত অতিরিক্ত ২জন এবং দিনে অন্তত ১জন নিরাপত্তা প্রহরী প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান।

বিশ্ববিদ্যালয় বন্ধের সময়ে যেকোনো বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.