The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪

ইবিতে শেষ হচ্ছে মাদরাসা শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে ফাযিল স্নাতক (সম্মান) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর এর মাধ্যমে ইবিতে শেষ হচ্ছে মাদরাসা শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম। আগামী ২৬ জানুয়ারী শুরু হয়ে ৩ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে এই পরীক্ষা। এরপর থেকে সব কার্যক্রম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক একে আজাদ লাভলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার সময়সূচি প্রকাশ ও এ তথ্য নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের উপ-রেজিস্ট্রার আব্দুর রশিদ জানান, ২০১৩-১৪, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ফাযিল ৪র্থ বর্ষ (২০১৯ এর অনিয়মিত) শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এবার মোট পরীক্ষা দেবেন ৩৭ জন শিক্ষার্থী। পরীক্ষা রাজধানীর মীর হাজিরবাগে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

রুটিন অনুযায়ী, প্রথম ৪০১ নং কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা বেলা ১০টায় শুরু হয়ে চলবে ২টা পর্যন্ত। সব বিষয়ের মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে ওয়েবসাইটে (www.iu.ac.bd) জানানো হবে।

সূচিতে বলা হয়, পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৭ দিন পূর্বে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র রজধানীর মীর হাজিরবাগে অবস্থিত ‘তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা’ থেকে সংগ্রহ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী নিজ নিজ উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও কোর্স নং যাবতীয় বিষয় যথাযথ ভাবে লিখতে হবে। কোনো অবস্থাতেই মার্জিন কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. পরীক্ষা ও ফালাফল
  3. ইবিতে শেষ হচ্ছে মাদরাসা শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম

ইবিতে শেষ হচ্ছে মাদরাসা শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে ফাযিল স্নাতক (সম্মান) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর এর মাধ্যমে ইবিতে শেষ হচ্ছে মাদরাসা শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম। আগামী ২৬ জানুয়ারী শুরু হয়ে ৩ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে এই পরীক্ষা। এরপর থেকে সব কার্যক্রম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক একে আজাদ লাভলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার সময়সূচি প্রকাশ ও এ তথ্য নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের উপ-রেজিস্ট্রার আব্দুর রশিদ জানান, ২০১৩-১৪, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ফাযিল ৪র্থ বর্ষ (২০১৯ এর অনিয়মিত) শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এবার মোট পরীক্ষা দেবেন ৩৭ জন শিক্ষার্থী। পরীক্ষা রাজধানীর মীর হাজিরবাগে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

রুটিন অনুযায়ী, প্রথম ৪০১ নং কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা বেলা ১০টায় শুরু হয়ে চলবে ২টা পর্যন্ত। সব বিষয়ের মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে ওয়েবসাইটে (www.iu.ac.bd) জানানো হবে।

সূচিতে বলা হয়, পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৭ দিন পূর্বে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র রজধানীর মীর হাজিরবাগে অবস্থিত ‘তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা’ থেকে সংগ্রহ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী নিজ নিজ উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও কোর্স নং যাবতীয় বিষয় যথাযথ ভাবে লিখতে হবে। কোনো অবস্থাতেই মার্জিন কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন