The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪

ইবিতে পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কাম ফর রোড চাইল্ড (সিআরসি) কর্তৃক শীতার্ত পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে শিশুদের কণ্ঠে জাতীয় সঙ্গীতের কলরবে টিএসসিসি প্রাঙ্গনে প্রায় অর্ধশতক শিশুদের মাঝে শীতবস্ত্র প্রদান করে (সিআরসি) বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ।

এ কর্মসূচি ২টি পর্বে বিভক্ত। প্রথম পর্বটি বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় পর্বটি আগামীকাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সম্পন্ন করা হবে। সর্বমোট ১০০টি কম্বল ও কিছু বস্ত্র বিরতণের ব্যবস্থা করা হয়।

এ কর্মসূচিতে আতিকুর রহমানের সভাপতিত্বে উপদেষ্টা মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল হক নয়ন উপস্থিত ছিলেন।

এসময় অধ্যাপক মাজেদুল হক নয়ন বলেন, এমন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত। পরবর্তীতে তিনি পথশিশুদের অনুভূতি সম্পর্কে জানেন এবং শীতবস্ত্র বিতরণ করেন।

এছাড়া, এ কর্মসূচিতে সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক রনি সাহা, মো. জুবায়ের রহমান, শহিদ কায়সার, সৌরভ, নিবর বিশ্বাস এবং সিআরসি স্কুল বিষয়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.