The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫

ইবিতে জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিয়ামতুল্লাহ, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) প্রশাসন ভবনের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। উদ্বোধনী বক্তৃতায় ভাইস চ্যান্সেলর বলেন, পরিবার ও পারিপার্শিক পরিবেশ থেকে আমরা শিখি আবার বিভিন্ন প্রশিক্ষণের মধ্যে দিয়ে তা শাণিত হয়। তা না হলে একদিন আমরা অর্থহীন হয়ে পরবো। তিনি বলেন, দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মশালার কোন বিকল্প নেই। তিনি উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্যোশে বলেন আসুন আমরা প্রশিক্ষণ গ্রহণ করি এবং প্রশিক্ষণের অভিজ্ঞতা জাতীয় জীবনে কাজে লাগানোর চেষ্টা করি।

উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, প্রশিক্ষণের মধ্যে দিয়ে চরিত্রবান, আদর্শ ও নীতি নৈতিকতা বোধ সম্পন্ন মানুষ হতে হবে এবং কর্মজীবনের তার প্রতিফলন থাকবে।

অপর বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, কর্মজীবনকে শাণিত করবার জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় রির্সোস পারসন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ বাহাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ও এপিএ ফোকাল পয়েন্ট চন্দন কুমার দাস। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিভাগের সভাপতি, সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের ফোকাল ও বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.