The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫

ইবিতে কর্মকর্তা সমিতির ফ্যামিলি ডে উদযাপন

মোস্তাক মোর্শেদ, ইবি:  জমকালো আয়োজনের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির আয়োজনে ফ্যামিলি ডে উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সকাল ১০ টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি উদ্বোধনী সভা, কর্মকর্তা ও তাদের সহধর্মিণী এবং সন্তানদের জন্য বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্ন ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র এর আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়।

ইবি কর্মকর্তা সমিতির সভাপতি এ.টি.এম এমদাদুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিদ হাসান মুকুটের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান বলেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আজকের এ অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মকর্তাদের পারিবারিক বন্ধন সৃষ্টি হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আগমণে আজকের এ অনুষ্ঠান নতুন-পুরাতনের মিলন-মেলায় পরিণত হয়েছে। এছাড়াও তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আসুন আমরা সবাই মিলে এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করি এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বদ্ধপরিকর হই।

উদ্বোধন অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে কর্মকর্তা ও তাদের সহধর্মিণী এবং সন্তানদের জন্য বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর মধ্যাহ্ন ভোজ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র এর মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.