The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪

আমাদের শিক্ষাকে সংস্কৃতিনির্ভর করে তুলতে হবেঃ রবি উপাচার্য

রাকিব মাহমুদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ঃ ১৮ নভেম্বর ২০২২, শুক্রবার রাজশাহী কলেজ মিলনায়তনে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রবি উপাচার্য বলেন, আমাদের এখন সময় এসেছে সমাজের প্রতি আমাদের কী অবদান, তা ঠিক করে ফেলা। সাংস্কৃতিক সম্পৃক্ততা ছাড়া একটি শিক্ষাব্যবস্থা কখনো শক্তিশালী হতে পারে না। আর শক্তিশালী শিক্ষাব্যবস্থা ছাড়া একটি দেশের জাতীয়, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব না। সুতরাং আমাদের শিক্ষাকে অবশ্যই সংস্কৃতিনির্ভর করে তুলতেই হবে। আর শিক্ষাব্যবস্থাকে সংস্কৃতিনির্ভর করে তুলতে গেলে আমাদের শিক্ষার্থীদেরকে সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করতে হবে, ঐতিহ্য চর্চায় আগ্রহী করে তুলতে হবে। আমাদের এই সংস্কৃতির মধ্য থেকে তাদেরকে স্বপ্ন দেখাতে হবে এবং সেই স্বপ্ন পূরণের রাস্তা তৈরি করে দিতে হবে।

উপাচার্য আরও বলেন,আমাদের কবিগুরু বলেছেন, ‘আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়।’ সুতরাং আমাদের শিক্ষাকে সত্যনির্ভর করতে হবে। সত্যনির্ভর করতে হলে মুক্তবুদ্ধি চর্চার কোনো বিকল্প নেই। এই মুক্তবুদ্ধি চর্চার অন্যতম উপায় বিতর্ক। অন্যের সত্য শ্রবণ করে নিজের সত্য দিয়ে যুক্তিখণ্ডনের মাধ্যমেই নিজের মেধাকে তুলে ধরার প্রক্রিয়া বিতর্ক।

দৈনিক সমকাল পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক ও সমকালের নাটোর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু।

You might also like
Leave A Reply

Your email address will not be published.