The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩

আইপিএলের লাস্যময়ীরা কত টাকা বেতন পান জানেন কি?

চলমান আইপিএলের মাধ্যমে আবারও মাঠে ফিরেছেন চিয়ারলিডাররা। নেচে গেয়ে নিজেদের দলকে সমর্থন করছেন মাঠের ধারে দাঁড়িয়ে। বাহারি ঢংয়ের জামাকাপড় পরে হাতে পমপম নিয়ে দলের ব্যাটারদের চার-ছক্কা ও বোলারদের উইকেট প্রাপ্তিতে উদযাপন করতে দেখা যায় তাদের।

কিন্তু আইপিএলে এই চেয়ারলিডার কত করে বেতন পান জানে কি? বা কোন দল সব থেকে বেশি টাকা দেয় তাদের? চলুন জেনে নেই।

আইপিএলে চিয়ারলিডাররা ম্যাচ পিছু টাকা পেয়ে থাকেন। এ ছাড়া দল জিতলে আলাদা করে বোনাস পান তাঁরা। দেখে নেওয়া যাক কোন দল কত টাকা দেয়।

>> কলকাতা নাইট রাইডার্স: আইপিএলে চিয়ারলিডারদের সব থেকে বেশি টাকা দেয় কলকাতা নাইট রাইডার্স। প্রতি ম্যাচের জন্য ২৫ হাজার টাকা করে পান তাঁরা।

>> মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মাদের দলে চিয়ারলিডাররা প্রতি ম্যাচের জন্য ২০ হাজার টাকা করে পান।

>> রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলিদের দলের চিয়ারলিডাররাও মুম্বইয়ের মতোই ২০ হাজার টাকা করে ম্যাচ পিছু পান।

>> রাজস্থান রয়্যালস: দলের প্রতিটি ম্যাচের জন্য রাজস্থানের চিয়ারলিডাররা ১৫ হাজার টাকা করে পান।

>> লখনউ সুপার জায়ান্টস: আইপিএলে মাত্র দ্বিতীয় মরসুমে খেলছে লখনউ। এই দলের চিয়ারলিডাররাও ম্যাচ পিছু ১৫ হাজার টাকা করে পান।

>> পঞ্জাব কিংস: এই দলের চিয়ারলিডাররা প্রতি ম্যাচের জন্য ১২ হাজার টাকা করে পান।

>> চেন্নাই সুপার কিংস: প্রতি ম্যাচের জন্য মহেন্দ্র সিংহ ধোনিদের দলের চিয়ারলিডারদের বেতন ১২ হাজার টাকা।

>> দিল্লি ক্যাপিটালস: পঞ্জাব, চেন্নাইয়ের মতো দিল্লিও তাদের চিয়ারলিডারদের ম্যাচ পিছু ১২ হাজার টাকা করে দেয়।

>> সানরাইজার্স হায়দরাবাদ: দক্ষিণের এই দলের চিয়ারলিডাররাও প্রতি ম্যাচের জন্য ১২ হাজার টাকা করে পান।

>> গুজরাত টাইটান্স: গত বারের চ্যাম্পিয়ন। হার্দিক পাণ্ড্যদের দলের চিয়ারলিডাররা প্রতি ম্যাচের জন্য ১২ হাজার টাকা করে পান।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. আইপিএলের লাস্যময়ীরা কত টাকা বেতন পান জানেন কি?

আইপিএলের লাস্যময়ীরা কত টাকা বেতন পান জানেন কি?

চলমান আইপিএলের মাধ্যমে আবারও মাঠে ফিরেছেন চিয়ারলিডাররা। নেচে গেয়ে নিজেদের দলকে সমর্থন করছেন মাঠের ধারে দাঁড়িয়ে। বাহারি ঢংয়ের জামাকাপড় পরে হাতে পমপম নিয়ে দলের ব্যাটারদের চার-ছক্কা ও বোলারদের উইকেট প্রাপ্তিতে উদযাপন করতে দেখা যায় তাদের।

কিন্তু আইপিএলে এই চেয়ারলিডার কত করে বেতন পান জানে কি? বা কোন দল সব থেকে বেশি টাকা দেয় তাদের? চলুন জেনে নেই।

আইপিএলে চিয়ারলিডাররা ম্যাচ পিছু টাকা পেয়ে থাকেন। এ ছাড়া দল জিতলে আলাদা করে বোনাস পান তাঁরা। দেখে নেওয়া যাক কোন দল কত টাকা দেয়।

>> কলকাতা নাইট রাইডার্স: আইপিএলে চিয়ারলিডারদের সব থেকে বেশি টাকা দেয় কলকাতা নাইট রাইডার্স। প্রতি ম্যাচের জন্য ২৫ হাজার টাকা করে পান তাঁরা।

>> মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মাদের দলে চিয়ারলিডাররা প্রতি ম্যাচের জন্য ২০ হাজার টাকা করে পান।

>> রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলিদের দলের চিয়ারলিডাররাও মুম্বইয়ের মতোই ২০ হাজার টাকা করে ম্যাচ পিছু পান।

>> রাজস্থান রয়্যালস: দলের প্রতিটি ম্যাচের জন্য রাজস্থানের চিয়ারলিডাররা ১৫ হাজার টাকা করে পান।

>> লখনউ সুপার জায়ান্টস: আইপিএলে মাত্র দ্বিতীয় মরসুমে খেলছে লখনউ। এই দলের চিয়ারলিডাররাও ম্যাচ পিছু ১৫ হাজার টাকা করে পান।

>> পঞ্জাব কিংস: এই দলের চিয়ারলিডাররা প্রতি ম্যাচের জন্য ১২ হাজার টাকা করে পান।

>> চেন্নাই সুপার কিংস: প্রতি ম্যাচের জন্য মহেন্দ্র সিংহ ধোনিদের দলের চিয়ারলিডারদের বেতন ১২ হাজার টাকা।

>> দিল্লি ক্যাপিটালস: পঞ্জাব, চেন্নাইয়ের মতো দিল্লিও তাদের চিয়ারলিডারদের ম্যাচ পিছু ১২ হাজার টাকা করে দেয়।

>> সানরাইজার্স হায়দরাবাদ: দক্ষিণের এই দলের চিয়ারলিডাররাও প্রতি ম্যাচের জন্য ১২ হাজার টাকা করে পান।

>> গুজরাত টাইটান্স: গত বারের চ্যাম্পিয়ন। হার্দিক পাণ্ড্যদের দলের চিয়ারলিডাররা প্রতি ম্যাচের জন্য ১২ হাজার টাকা করে পান।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন