The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

The Rising Campus এ জেলা ভিত্তিক শিক্ষা প্রতিনিধি আবশ্যক

The Rising Campus এর জেলা ভিত্তিক শিক্ষা প্রতিনিধি আবশ্যক। জেলার শিক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠান, উদ্যোক্তা-সাফল্য, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিকতা করতে আগ্রহী স্ব-স্ব জেলার ছাত্র-ছাত্রীদের (কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া) নিকট হতে জীবন বৃত্তান্ত আবশ্যক।

The Rising Campus পত্রিকায় জেলার শিক্ষা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করতে আগ্রহীগণকে জীবন বৃত্তান্ত প্রেরণের অনুরোধ করা হলো।

যোগ্যতা:
ক) আগ্রহীগণ নিজ নিজ জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হতে হবে।
খ) সংবাদ সংগ্রহ, প্রেরণ ও উপস্থাপনায় দক্ষতা থাকতে হবে এবং আগ্রহী হতে হবে।
গ) ভিডিও নিউজ তৈরি ও প্রেরণের দক্ষতা থাকতে হবে।

সিভি পাঠাবেন যেভাবে : আগ্রহীদের সিভি পাঠাতে হবে editor.trc@yahoo.com এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ: ৩০/১১/২০২২ খ্রি:

Website link: https://therisingcampus.com
Facebook Page Link: https://www.facebook.com/therisingcampus
&
https://www.facebook.com/profile.php?id=100085093133331

You might also like
Leave A Reply

Your email address will not be published.