শিরোনাম
‘শিক্ষকের যেন ক্ষুধা নেই, সংসার নেই, সন্তান নেই’
‘শিক্ষকরা আজীবন বঞ্চনার শিকার। তাদের সম্মান-মর্যাদার কথা বলা হয়। তাদের পেশা মহান বলে বক্তব্য-বিবৃতি দেওয়া হয়। কিন্তু বেতন-ভাতা ও সুযোগ-সুবিধায় তারা সবচেয়ে নিম্ন স্তরে। শিক্ষকের যেন ক্ষুধা নেই, সংসার নেই, সন্তান নেই। তিনি মহাপুরুষ। তার কিছুই লাগবে না- এমন ধারণা শিক্ষকতা পেশার জন্য সবচেয়ে বড় শত্রু।’
কথাগুলো বলেছেন রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতি আয়োজিত মতবিনিময় সভায় তিনি শিক্ষকদের এমন বঞ্চনার কথা তুলে ধরেন।
সোমবার (৬ অক্টোবর) সকালে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ ও সরকারি সাত কলেজ শিক্ষা ক্যাডারের স্বার্থ সংরক্ষণ বিষয়ক’ এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অধ্যক্ষ কাকলী মুখোপাধ্যায় বলেন, ‘আমাদের অনেক সহকর্মী প্রভাষক হিসেবেই অবসর নিয়েছেন। একই ইতিহাসের পুনরাবৃত্তিতে আটকে আছি আমরা। কেউ কথা রাখেনি...। আমাদের প্রাথমিকের শিক্ষকরা একজন ক্লার্ক বা অ্যাকাউন্টেন্টের চেয়েও কম বেতন পান। শিক্ষকের যেন ক্ষুধা নেই, সংসার নেই, সন্তান নেই। তিনি মহাপুরুষ, তাই তার কিছুই লাগবে না—এ ধারণাই আমাদের সবচেয়ে বড় শত্রু।’
তিনি বলেন, আমাদের ‘ফ্রিজ’ করে রাখা হয়েছে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকরা বৈষম্যের শিকার। একজন প্রাথমিক শিক্ষক, একজন প্রাইভেট টিউটর কিংবা একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক- সবাই শিক্ষক। কিন্তু বিসিএস শিক্ষক হলে কেন তাকে আলাদা করে দেখা হয়? আমাদের মর্যাদা কোথায়? আমরা শুভঙ্করের ফাঁকিতে আটকে আছি। শিক্ষক সমাজের এ অবস্থা জাতির জন্য শুভ নয়।
সাত কলেজের বিষয়ে অধ্যক্ষ কাকলী মুখোপাধ্যায় বলেন, শিক্ষকরা যে দাবি নিয়ে আন্দোলন করছেন, তা বিকৃতভাবে তুলে ধরা হচ্ছে। আমাদের সন্তানদের বিভ্রান্ত করা হচ্ছে। বলা হচ্ছে, আমরা ক্যাডার চাই, ঢাকা থাকতে চাই; যেন এটা অপরাধ। অথচ আমরা আমাদের প্রাপ্য মর্যাদা ও স্বীকৃতির জন্য লড়ছি। আমরা যদি এক হয়ে দাঁড়াই, তাহলে কেউ আমাদের দাবিকে অগ্রাহ্য করতে পারবে না।
চাকসু নির্বাচনে সার্বভৌম শিক্ষার্থী ঐক্যের ২২ দফা ইশতেহার ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ২২ দফা ইশতেহার ঘোষণা করেছে স্বতন্ত্র প্যানেল ‘সার্বভৌম শিক্ষার্থী ঐক্য’। এতে চাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা, শতভাগ অনলাইন পেমেন্ট চালু, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়ন, মাতৃত্বকালীন ছুটি নিশ্চিতকরণসহ নানা সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে চাকসু ভবনের সামনে প্যানেলের ভিপি প্রার্থী তাওসিফ মুত্তাকী চৌধুরী ও জিএস প্রার্থী সাজ্জাদ হোসেন এই ইশতেহার ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী তাওসিফ মুত্তাকী চৌধুরী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ দেখেছি। এর সুন্দর কাঠামো বিশ্ববিদ্যালয়ের বাইরের কোনো কোম্পানি থেকে করা হয়েছে। আমরা যদি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার সমাধান করতে চাই, সেটা দুই উপায়ে করা সম্ভব। একটি বিশ্ববিদ্যালয়ের তহবিলের মাধ্যমে, আরেকটি সরকারি ও বেসরকারি কোম্পানিগুলোর সমন্বয়ের মাধ্যমে।
- » চাকসুতে পরিচয় গোপন রেখে অভিযোগ ও মতামত প্রেরণের ব্যবস্থা এবং ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ গ্রহণ।
- » নিয়মিত চাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা এবং মেয়াদ শেষে ৯০ দিনের মধ্যে নির্বাচনের আইনি বিধি প্রণয়ন।
- » প্রক্টরিয়াল বডির নীতিনির্ধারণী সিদ্ধান্তে ছাত্র সংসদের একজন পুরুষ ও একজন নারী প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত করা।
- » বিশ্ববিদ্যালয়ের জন্য শাটলের পৃথক রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই এবং শিডিউল বিপর্যয় রোধ।
- » ক্যাফেটেরিয়া ও ডাইনিং-এর খাবারের মান উন্নয়ন এবং দাম নিয়ন্ত্রণে প্রতি তিন দিন অন্তর মনিটরিং।
- » দ্রুততম সময়ে শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের উদ্যোগ এবং ১০টির অধিক স্থায়ী হল নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিপিপি জমাদান; পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক দাতা সংস্থাকে হল নির্মাণের জন্য প্রজেক্ট প্রপোজাল প্রদান।
- » হল ও ফ্যাকাল্টিতে নামাজ ও উপাসনার জন্য উপযুক্ত স্থান নির্ধারণ।
- » স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে শিক্ষার্থীদের স্বল্পমেয়াদি ট্রেনিং, ক্রেডিট ট্রান্সফার ও উচ্চশিক্ষার (মাস্টার্স, পিএইচডি) সুযোগ সৃষ্টি।
- » শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু এবং শিক্ষকদের দক্ষতা অনুযায়ী কোর্স বিন্যাস।
- » সেন্ট্রাল হেলথ ফান্ড ও স্বাস্থ্যনীতি প্রণয়ন; প্রতিটি হলে মিনি মেডিকেল স্টোর, ফার্স্ট এইড ও ভেন্ডিং মেশিন স্থাপন।
- » মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা; মা শিক্ষার্থী একাডেমিক পরীক্ষায় অংশ নিতে না পারলে বিশেষ পরীক্ষার সুযোগ এবং প্রতিটি ফ্যাকাল্টিতে ব্রেস্টফিডিং কর্নার স্থাপন।
তিন দশকের বেশি সময় পর আবারও ভোটের উৎসব বসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আগামী ১৫ অক্টোবর একযোগে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ২৭ হাজার। এর মধ্যে ১৬ হাজার ৮৪ জন ছাত্র ও ১১ হাজার ৩২৯ জন ছাত্রী। চাকসু ও হল সংসদ মিলে মোট প্রার্থী ৯০৭ জন। এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে লড়বেন ৪১৫ জন এবং হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৮৬ জন প্রার্থী।
বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাশেদুলের মৃত্যু
বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম।
রোববার (৫ অক্টোবর) কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাটে দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। একই সঙ্গে দুই নারীও নিহত হন।
স্থানীয়রা জানান, ওই সময় রাশেদুলসহ তিনজন কুমিল্লার উজানচর-ঘাগুটিয়া খেয়া পারাপারের জন্য ভবানীপুর ঘাটে অপেক্ষা করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। নিহত নারীদের বাড়ি নালা দক্ষিণ গ্রামে, আর অপরজন শিক্ষার্থী রাশেদুলের বাড়ি দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে।
রাশেদুল ইসলাম ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি কুমিল্লা স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
রাশেদের সহপাঠীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন, “এত অল্প বয়সে একজন বন্ধুকে হারানো সত্যিই অসহনীয়।”
পূজার ছুটি শেষে ক্যাম্পাসে ফিরছে শিক্ষার্থীরা; নিরাপত্তা নিশ্চিতে কন্ট্রোল রুম চালু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহাম ও লক্ষীপূজার ছুটি শেষে আগামী ০৭ অক্টোবর থেকে ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে। আজ ০৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের নির্বিঘ্নে ক্যাম্পাসে ফিরে আসার সার্বিক সহযোগিতা করার লক্ষ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে ও প্রধান গেইটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
আজ ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক(ভারপ্রাপ্ত)মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিদিন রাত ১০ থেকে সকাল ৬ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইটে ওভারব্রীজ এলাকায় ২ জন, প্রধান গেইটের ওভারব্রীজ এলাকায় ২ জন এবং মীর মশাররফ হোসেন হল গেট এলাকায় ২ জন করে অতিরিক্ত আনসার মোতায়েন করা হয়েছে।
এছাড়াও জরুরি প্রয়োজনে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে, +৮৮০ ১৭৭৫ ২৩৪৩৯৮ (প্রধান গেইট), +৮৮০ ১৭৬৫ ৩৩৩৯৫৭ (প্রান্তিক গেইট), +৮৮০ ১৩৪৫ ৭২৮৬৬৫ (মীর মশাররফ হোসেন হল গেইট), +৮৮০ ১৭৬৫ ৩৩৩৯৫৮ (কন্ট্রোল রুম)।
শিক্ষার্থীদের ক্ষোভ
বিএনপির বিজ্ঞপ্তিতে ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়’ হয়ে গেল ‘ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়’
জাতীয়তাবাদী কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিষ্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ড. কামরুজ্জামান কায়সার এবং সদস্য সচিব হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহাদত হোসেন বিপ্লব মনোনীত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়।
তবে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বাকৃবির নাম 'ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়' এবং শেকৃবির নামের বানান ভুল করে 'শের ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়' লেখা হয়েছে। যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে। নিজের বিশ্ববিদ্যালয়ের নামের ভুল দেখে অনেক সাবেক শিক্ষার্থী মর্মাহত হয়েছে।
এই বিষয়ে বাকৃবি স্নাতকোত্তর শিক্ষার্থী মেজবাউল হক (মিজু) বলেন, আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ।এবং অভিনন্দন জানাচ্ছি যারা দায়িত্ব পেয়েছেন। তবে দুঃখের বিষয় 'ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়' নামে তো কোন বিশ্ববিদ্যালয় নেই। যারা দায়িত্বশীল জায়গায় আছেন আশা করি তারা সংশোধন করে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের জায়গায় 'বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়' লিখবেন।
এছাড়াও আহ্বায়ক কমিটিতে আরও বাকৃবি থেকে যুগ্ম আহবায়ক-১ পদে শাহাদত হোসেন চঞ্চল, যুগ্ম আহবায়ক-৩ পদে ড. শফিকুল ইসলাম শফিক এবং শেকৃবি থেকে যুগ্ম আহবায়ক-২ পদে অধ্যাপক আবুল বাশার ও সদস্য (দপ্তরের দায়িত্বে) পদে অধ্যাপক জমশেদ আলম মনোনীত হয়েছে।
উল্লেখ্য উক্ত আংশিক কমিটিকে আগামী ২ (দুই) সপ্তাহের মধ্যে ৫১ (একান্ন) সদস্যে উন্নীত করে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য