ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
 
শিরোনাম

নতুন কর্মসূচি ঘোষণা করল জামায়াত

অনলাইন ডেস্ক
১২ অক্টোবর, ২০২৫ ১৯:২৭
অনলাইন ডেস্ক
নতুন কর্মসূচি ঘোষণা করল জামায়াত

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ রোববার এক বিবৃতিতে ঘোষিত ৫ দফা দাবির ভিত্তিতে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

জামায়াতের ঘোষিত ৫ দফা দাবি হলো:

(১) জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা;

(২) আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভূক্ত করে গণভোট প্রদান করা;

(৩) অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা;

(৪) ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা;

(৫) স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত ৫ দফা দাবির প্রেক্ষিতে গত ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি, ১০ অক্টোবর ঢাকাসহ সকল বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকদের নিকট স্মারকলিপি পেশের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব কর্মসূচি সফল করায় আমি দেশবাসীকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। এসব কর্মসূচিতে জনগণের সর্বাত্মক অংশগ্রহণ প্রমাণ করেছে, জামায়াতের এসব দাবির প্রতি দেশবাসীর পূর্ণ সমর্থন রয়েছে। সরকারের উচিত জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে জামায়াতের ৫-দফা দাবি মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের জনগণ রাজপথ ছাড়বে না।’

তিনি আরও বলেন, ‘সরকার এখন পর্যন্ত উল্লেখিত দাবিগুলো মেনে না নেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিম্নোক্ত তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে।’

ঘোষিত কর্মসূচি:

আগামী ১৪ অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে মানববন্ধন। আগামী ১৫ অক্টোবর দেশের সকল জেলা শহরে মানববন্ধন।

তৃতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে ১৪ অক্টোবর যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমি ঢাকাবাসীসহ সারাদেশের জনগণ এবং জামায়াতের সকল জনশক্তিকে উপরোক্ত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানাচ্ছি।’

প্রাসঙ্গিক
    মন্তব্য

    এবি পার্টি ১০০ আসনে প্রার্থী ঘোষণা করবে ১৬ অক্টোবর

    অনলাইন ডেস্ক
    ১২ অক্টোবর, ২০২৫ ১৯:৩
    অনলাইন ডেস্ক
    এবি পার্টি ১০০ আসনে প্রার্থী ঘোষণা করবে ১৬ অক্টোবর

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


    আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা ঘোষণা করা হবে। ওই দিন তোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে মনোনীত প্রার্থীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হবে।

    জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্টির দুজন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে যে প্রার্থী বাছাই কমিটি গঠন করা হয়েছিল, তারা দীর্ঘ কার্যক্রম শেষে ইতিমধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করেছে। দলের কার্যনির্বাহী কাউন্সিলের সাম্প্রতিক এক সভায় সে প্রতিবেদন মূল্যায়নের পর প্রথম পর্যায়ে ১০০টি আসনে দলের প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করা হয়।

     
    মাসখানেক আগে দলের আগ্রহী প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছিল। সে সভার সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে সর্বোচ্চসংখ্যক আসনে প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত জানানো হয়। তারই ধারাবাহিকতায় প্রাথমিক এই তালিকা ঘোষণা করা হচ্ছে।

     
    দ্বিতীয় পর্যায়ে যাচাই বাছাই শেষ হলে নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে আশাবাদ ব্যক্ত করা হয়।
    প্রাসঙ্গিক
      মন্তব্য

      পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না: ফখরুল

      নিজস্ব প্রতিবেদক
      ১২ অক্টোবর, ২০২৫ ১৫:২০
      নিজস্ব প্রতিবেদক
      পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না: ফখরুল

      পিআর পদ্ধতির আন্দোলনের লক্ষ্যই হচ্ছে নির্বাচন বিলম্বিত করা, যা জনগণ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে এক আলোচনা সভায় তিনি এই শঙ্কা প্রকাশ করেন।

      ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির উদ্যোগে ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। ২০২৩ সালের ১২ অক্টোবর মনি মারা যান।

      ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় জাগপার খন্দকার লুফুর রহমান, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদিকী প্রমূখ বক্তব্য রাখেন।

      বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে এবং যেটার জন্য তারা আন্দোলন করছে; নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আন্দোলনও করছে। এর লক্ষ্য একটাই সেই লক্ষ্য হচ্ছে, নির্বাচনকে বিলম্বিত করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা।’

      তিনি আরও বলেন, ‘পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। আমাদের দলের পক্ষ থেকে তো আমরা স্পষ্ট করে বলেছি এখন বলছি, জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না, চাপিয়ে দেওয়া কোনো কিছু এদেশের মানুষ গ্রহণ করবে না।’

      বিএনপি মহাসচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা খুব দ্রুত অর্থাৎ যে কমিটমেন্টটা আছে এই সরকারের অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাহেবের যে, ২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই নির্বাচন হবে, আমরা সেটাই দেখতে চাই।’

      তিনি বলেন, ‘জনগণ নির্বাচন দেখতে চায় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায় এবং গণতন্ত্রের মধ্য দিয়েই জনগণের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে চায়।’

      ‘নির্বাচন নিয়ে আশাবাদ’ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা জানি যে নির্বাচন হবে। সেই নির্বাচনে যেকোনো দল জয়ী হতে পারে জনগণের ইচ্ছার ওপর দিয়ে। কিন্তু সেই দলকেই জনগণ বেছে নেবে, যে দল পরীক্ষিত অতীতে যারা পরীক্ষা দিয়েছে অর্থাৎ সরকারে ছিল কাজ করেছে। যেই দল মানুষকে আশার আলো দেখিয়েছে, যেই দল অন্ধকার থেকে আলোতে টেনে নিয়ে এসেছে।’

      তিনি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এই দেশে প্রথম সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজন করেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম এই দেশের সংবিধানে আল্লাহর ওপর অবিচল আস্থা ও অবিশ্বাস এই কথাটি রেখে তিনি আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করার জন্য নিয়ে এসেছিলেন। এখন কিছু দল সেগুলোকে বিকৃত করে বিভিন্নভাবে এই বিএনপিকে চিত্রায়িত করার চেষ্টা করছে।’

      মির্জা ফখরুল বলেন, ‘যারা বয়স কম তারা জানে না, যাদের বয়স একটু বেশি তারা দেখেছেন ১৯৭৫ সাল নভেম্বর কী অবস্থার পরিপ্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এই দেশের মানুষ সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বেরিয়ে এসে সম্পূর্ণভাবে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য নতুন করে তখন স্বনির্ভর বাংলাদেশ তৈরি করার কাজে ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক একইভাবে আজকে আবার আমরা সবাই এক হয়েছি, এক হয়েছি যে, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা অবশ্যই বাংলাদেশকে আবার একটা স্বনির্ভর, আত্মমর্যাদা সম্পন্ন একটি বাংলাদেশ যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই বাংলাদেশ নির্মাণ করতে চাই।’

      ষড়যন্ত্র প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘অনেক ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে। সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে পরাজিত করবার শক্তি বাংলাদেশের মানুষের আছে।’

      ‘সামনে কঠিন পরীক্ষা’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এই সামনের যে পরীক্ষা সেই পরীক্ষা কঠিন পরীক্ষা। প্রতিদিন আপনাদের এই ইউটিউব, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া- এগুলোতে বিভিন্ন রকম সত্য-মিথ্যা মিথ্যা অপপ্রচার চালিয়ে যাওয়া হচ্ছে।’

      তিনি বলেন, ‘আমার বিশ্বাস যে, আপনারা এখান থেকে সঠিক তথ্যটি বেছে নিতে সক্ষম, আমার বিশ্বাস এই দেশের মানুষ কখনো ভুল করে না, এই দেশের মানুষ সবসময় সঠিক পথে এগিয়ে যায়। শান্তিপূর্ণভাবে আমরা সেই প্রক্রিয়ার মধ্যে যেতে চাই। যেখানে একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার আস্থা প্রকাশ করবে এবং তাদের একটা পার্লামেন্ট বেছে নেবে এবং তাদের সরকার বেছে নেবে।আপনাদেরকে আবার অনুরোধ করব যে, সুযোগ আমরা পেয়েছি বাংলাদেশকে নতুন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার সেই সুযোগ যেন আমরা না হারাই।’

      ‘একাত্তর মুছে ফেলা যাবে না’ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই কথাটা খুব জরুরি- কিছু সংখ্যক মানুষ চেষ্টা করে আমাদের ১৯৭১ সালের ইতিহাসকে ভুলে দিতে। এটাও সবসময় মাথায় রাখতে হবে যে, একাত্তরে যুদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীন হয়েছিলাম, স্বাধীন হয়েছিলাম বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রের নতুন চিন্তা করতে পারছি, স্বাধীন হয়েছিলাম বলেই কিন্তু আমরা আজকে এই বাংলাদেশকে বাংলাদেশের মানুষের অবস্থার পরিবর্তন করবার যে সংগ্রাম সেই সংগ্রামে অংশ নিতে পারছি।’

      তিনি আরও বলেন, ‘তখন আমাদের বয়স আমরা তখন যুবক আমরা লড়াই করেছি যুদ্ধ করেছি। আমাদের মধ্যে এখানে অনেকে আছেন যারা সেই যুদ্ধে অংশ নিয়েছিলেন, আমাদের মধ্যে অনেকে আছেন যারা পরবর্তীকালে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে অংশ নিয়েছেন, এই ’২৪ অংশ নিয়েছেন আমরা সবাই এই যুদ্ধগুলোতে অংশ নিয়েছি। শুধু একটা মাত্র লক্ষ্য যে, আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক সমৃদ্ধ একটা বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেই কথাটি মাথায় রেখে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই।’

      মির্জা ফখরুল বলেন, ‘অন্তবর্তীকালীন সরকারের বয়স এক বছর মাস হয়েছে-এই ১৪ মাসে রাতারাতি আলাউদ্দিনের চেরাগের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা খুব সুন্দর বানিয়ে ফেলবে এই আশা জনগণ করে না এই সরকারের কাছ থেকে। কিন্তু প্রক্রিয়াটা শুরুটা চায় যে সেই প্রক্রিয়া শুরু হোক যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাবো।’

      ‘আপনারা ইতিমধ্যে দেখেছেন, যে আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি তার একটা সাক্ষাৎকার বিবিসিতে দিয়েছেন। সেখানে তিনি এই প্রশ্নগুলো তুলে ধরেছেন এবং কিভাবে তিনি দেশের সমস্যার সমাধান করতে চান সেই সমস্যাগুলো তিনি তুলে ধরেছেন, সেই কথাগুলো তিনি বলেছেন, ফিনান্সিয়াল টাইমসেও তিনি একইভাবে কথাগুলো বলেছেন।বেকার সমস্যাসহ বিভিন্ন ইস্যুতে বিদ্যমান সমস্যা সমাধানে বিএনপি ইতিমধ্যে কমিটি গঠন করে কাজ শুরু করেছে এবং অনেক কাজ সম্পন্ন করে রাখা হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বিএনপি সংস্কারের ধারক-বাহক: মির্জা ফখরুল

        নিজস্ব প্রতিবেদক
        ১১ অক্টোবর, ২০২৫ ২৩:৪৭
        নিজস্ব প্রতিবেদক
        বিএনপি সংস্কারের ধারক-বাহক: মির্জা ফখরুল

        বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সংস্কারের জন্মদাতা, সংস্কারের ধারক-বাহক হচ্ছে বিএনপি।

        আজ শনিবার গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ. স. ম. হান্নান শাহের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

        তিনি বলেন, একটি দল জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করে দিয়েছে। তারা ইসলামের কথা বলে মানুষের মধ্যে ভুল বার্তা পৌঁছে দিয়ে ধর্মের নামে ব্যবসা শুরু করে দিয়েছে এখন। সংবাদমাধ্যম শুরুই করে ছিলেন জিয়াউর রহমান। আর সংবাদমাধ্যম বন্ধ করে দিয়ে ছিল শেখ মুজিবুর রহমান। সংবাদমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান।

        স্মরণসভায় বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের ভয়াবহতা তুলে ধরে মহাসচিব মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতনে বিএনপি নেতারা রাতে ঘুমাতে পারেনি। গেল ১৭ বছরে বিএনপির প্রায় ১ হাজার লোককে গুম করে হত্যা করা হয়েছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সকলে সোচ্চার ও সজাগ থাকতে হবে। যারা দেশের ক্ষতি করেছে তারা জেনো কোনদিন ক্ষমতায় আসতে না পারে সে সিদ্ধান্ত আপনারা নিবেন।

        মির্জা ফখরুল বলেন, আজকে সরকারের মধ্যে থেকে যে কথাগুলো আসছে, বিএনপির তিন দফার মধ্যে তা আছে। অনেকেই বলেন বিএনপি নাকি সংস্কার চায় না। বিএনপি সংস্কারের জন্মদাতা, সংস্কারের ধারক-বাহক হচ্ছে বিএনপি। তরুণদের জন্য বিএনপি ১ কোটি চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

        প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ ও সৎ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘৪ মাস পর একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনার মাধ্যমে। মানুষ অনেক আশা নিয়ে বসে আছেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক পুনরুদ্ধারের আশায়। আপনার সরকারে অনেকেই বিভিন্ন সুরের কথা বলছে, যা মানুষ আলোচনা করে।’

        গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন ড. এম এ কাইয়ুম, বেনজীর আহমেদ টিটু, হুমায়ুন কবীর খান, রফিকুল ইসলাম বাচ্চু, মো. মজিবুর রহমান, ওমর ফারুক সাফিন, ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী প্রমুখ।

        এর আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার ঘাগটিয়ায় ব্রিগেডিয়ার জেনারেল আ. স. ম. হান্নান শাহের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বাগদান সারলেন প্রকৌশলী ইশরাক হোসেন

          অনলাইন ডেস্ক
          ১১ অক্টোবর, ২০২৫ ১৯:২৬
          অনলাইন ডেস্ক
          বাগদান সারলেন প্রকৌশলী ইশরাক হোসেন

          বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ও অবিভক্ত ঢাকার মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে।

          শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে ব্যারিস্টার নুসরাত খানকে আংটি পরিয়েছেন তিনি। নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য ও টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।

          টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খান ও তার মেয়ে ব্যারিস্টার নুসরাত খান

          শনিবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। ইশরাক হোসেনের মা ইসমত হোসেন ও মেয়ের বাবা নুর মোহাম্মদ তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

          ইশরাক হোসেন ১৯৮৭ সালের ৫ এপ্রিল জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কেটেছে রাজধানী ঢাকা শহরে। তিনি ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে ভর্তি হন। সেখানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

          ২০১১ সালে পড়াশোনা শেষ করে তিনি কিছুদিন যুক্তরাজ্যে থেকে বিভিন্ন স্থানীয় মোটরগাড়ি সংস্থায় কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন। তিনি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক। তার পিতা সাদেক হোসেন খোকা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিক ও ঢাকার মেয়র। তিনি পিতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত