শিরোনাম
শেখ হাসিনার নতুন অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ: ওবায়দুল কাদের
বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রস্তুত হয়ে যান। আগামীকাল থেকে সব পাড়া-মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলায় সব জায়গায় সতর্ক পাহারা বসবে।
আজ (মঙ্গলবার) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, খেলা হবে, ডিসেম্বরে খেলা হবে, নির্বাচনে খেলা হবে। আন্দোলনের বিরুদ্ধে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। বিজয়ের মাস প্রস্তুত হয়ে যান। ১৩ বছরে ১৩ মিনিটও দাঁড়াতে পারে না। তারা নাকি সরকার পতন করবে। বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ। আওয়ামী লীগ ডাকে সমাবেশ, বাস্তবে হয় মহাসমাবেশ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ছাত্রলীগের আমাদের সবুজ কৈশোরের ভালবাসা। ছাত্রলীগ আমাদের প্রথম প্রেম। শেখ হাসিনার নতুন অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ। রাজনীতিবিদরা ভাবেন পরবর্তী নির্বাচন নিয়ে আর শেখ হাসিনা পরবর্তী প্রজন্ম নিয়ে ভাবেন।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওবায়দুল কাদের আরো বলেন, গত ৪৭ বছরের সবচেয়ে সাহসী ও দক্ষ নেতৃত্বের নাম শেখ হাসিনা। গত ৪৭ বছরের সবচেয়ে দক্ষ কূটনীতিকের নাম শেখ হাসিনা। তিনি হলেন সংকটের ক্রাইসিস ম্যানেজার। বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে শত্রুর মুখে ছাই দিয়ে। শেখ হাসিনার নেতৃত্বে আবার বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।
জবির ফিন্যান্স বিভাগ ছাত্রলীগের নেতৃত্বে বাসার-দিমান
মেহেরাবুল ইসলাম সৌদিপ, জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ওই বিভাগের হা-মীম ইবনে বাসারকে সভাপতি ও আল-আমিন দিমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজি ও সাধারণ সম্পাদক এস. এম. আকতার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন সুমন, সাইফুল ইসলাম অপু, তালহা আহমেদ, শোভন মিয়া, সাকিব হাসান, নাইমুল ফাহিম, জুবায়ের আহম্মেদ। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন জহিরুল ইসলাম সোহাগ, মাহামুদুল হাসান রাহুল, অরিজিৎ রায় অর্পণ, মো. সাইফুল, আলীমুল রাজিব, মো. সাঈদ।
আংশিক কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. তৈয়বুজ্জামান তালুকদার, শফিকুল ইসলাম শান্ত, শাহিন হোসেন, আজগর আলি, বিনয় চন্দ্র দাস, সাইফুল ইসলাম।
ফিন্যান্স বিভাগ ছাত্রলীগের সভাপতি হা-মীম ইবনে বাসার বলেন, বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ফিন্যান্স বিভাগের নবকমিটি গঠন করায় সংগ্রামী সভাপতি মো. ইব্রাহীম ফরাজি ভাই এবং আমার নেতা বিপ্লবী সাধারণ সম্পাদক এস. এম. আকতার হোসাইন ভাইয়ের প্রতি রইল একান্ত শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নবনির্বাচিত কমিটির সকলে সদা প্রস্তুুত। আমরা মুজিব কন্যা শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন। স্বাধীনতা বিরোধী কিংবা সন্ত্রাস সৃষ্টিকারী যেকান অপশক্তি রুখতে সোচ্চার আছি। দেশ ও জাতির মঙ্গলে আমরা জীবন বাজি রাখতেও প্রস্তুত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
উল্লেখ্য যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন অনুষদ ও বিভাগের কমিটি দেয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে চারটি বিভাগ, শুক্রবার রাতে ১২টি ও শনিবার রাতে আরও চারটি বিভাগের কমিটি অনুমোদন দেয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
ছাত্রলীগের ৩০তম সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
দীর্ঘ সাড়ে ৪ বছর পর এই সম্মেলন ঘিরে নেতাকর্মীদের ভিড়ে মুখর সোহরাওয়ার্দী উদ্যান আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা। বিভিন্ন জেলার নেতাকর্মীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও রাজধানীর ওয়ার্ড, থানা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা এরইমধ্যে সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলনে যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় নেতাকর্মীদের।
এর আগে খুব সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে অবস্থান নিতে শুরু করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব পাবে উপমহাদেশের অন্যতম বৃহত্তম এই ছাত্র সংগঠনটি।
ব্যক্তিগত সহকারীসহ ইশরাকে খুজে পাওয়া যাচ্ছে না: দাবি বিএনপির
ব্যক্তিগত সহকারীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে বিএনপি।
সোমবার (৫ ডিসেম্বর) বিকেল থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার বিকেল থেকে ইঞ্জিনিয়ার ইশরাক ও তার ব্যক্তিগত সহকারীর হদিস পাওয়া যাচ্ছে না।
খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্রলীগের সম্মেলনে নেতাকর্মীরা
ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার। সকাল সাড়ে ১০টায় শুরু হবে এ সম্মেলন। এতে যোগ দিতে সকাল থেকেই ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইতোমধ্যে আসতে শুরু করেছেন।
সকালে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানে দলে দলে সোহরাওয়ার্দী উদ্যানের গেট দিয়ে সম্মেলনস্থলে প্রবেশ করছেন। বেলা ১১টা পর্যন্ত প্রবেশ করা যাবে সম্মেলনস্থলে।
সম্মেলনে যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় নেতাকর্মীদের। যেকোনো পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। উদ্যানের গেটগুলোতে হিউম্যান স্ক্যানার বসানো হয়েছে।
দীর্ঘ সাড়ে চার বছর পর হতে যাওয়া ছাত্রলীগের এ সম্মেলনের উদ্বোধন করবেন আ.লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য