ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
 
শিরোনাম

ডিএমপির পাঁচ কর্মকর্তাকে রদবদল

অনলাইন ডেস্ক
৭ অক্টোবর, ২০২৫ ১৭:৩২
অনলাইন ডেস্ক
ডিএমপির পাঁচ কর্মকর্তাকে রদবদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার ও সহকারী কমিশনার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। গতকাল সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত দুই আদেশে তাদের রদবদল করা হয়।

পদায়ন করা কর্মকর্তা হলেন ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস্‌ বিভাগ) মুঈদ মোহাম্মদ রুবেলকে পিওএম-পূর্ব বিভাগের অতিরিক্ত উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে; ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইনকে অতিরিক্ত উপকমিশনার (গোয়েন্দা বিভাগ) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের সহকারী কমিশনার মো. আকতারুজ্জামানকে অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

আরেক আদেশে ডিএমপির সহকারী কমিশনার ফারজানা হককে সহকারী কমিশনার ট্রাফিক-রমনা বিভাগের ট্রাফিক-ধানমন্ডি জোন হিসেবে ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. আব্দুল্লাহেল বাকীকে সহকারী কমিশনার ট্রাফিক-ওয়ারী বিভাগের ট্রাফিক-যাত্রাবাড়ী জোন হিসেবে পদায়ন করা হয়েছে।

 
 

 
প্রাসঙ্গিক
    মন্তব্য

    এবারের নির্বাচন জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি: সিইসি

    অনলাইন ডেস্ক
    ৭ অক্টোবর, ২০২৫ ১৩:৫৭
    অনলাইন ডেস্ক
    এবারের নির্বাচন জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি: সিইসি

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এবারের নির্বাচন তার জীবনের শেষ সুযোগ। তিনি বলেছেন, ‘জাতিকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।’

    মঙ্গলবার (৭ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচনী বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে সিইসি এসব কথা বলেন। সংলাপে অন্য চার কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সিইসি বলেন, ‘দেশের জন্য কিছু করতে এবারের নির্বাচন জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি। এবার জাতিকে সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। এজন্য সুষ্ঠু-সুন্দর নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার বিকল্প নেই।

    নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজকে আমরা শুনব যারা নির্বাচন নিয়ে সরাসরি কাজ করেছেন তাদের বক্তব্য। আপনারা জানেন নির্বাচনে‌ কোথায় কোথায় কী কী সমস্যা হয়, কোথায় কোথায় কী কী গ্যাপ রয়েছে। আপনাদের সুচিন্তিত মতামতগুলো বিবেচনা করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমরা প্রবাসী ভোটার, সরকারি কর্মকর্তা ও কয়েদিদের ভোটের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা নিয়েছি। ভোটার তালিকা হালনাগাদ ও নারী-পুরুষ ভোটারের পার্থক্য কমানো হয়েছে। একটি হাইব্রিড পদ্ধতিও চালু করেছি।’


    তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য, এআই-এর অপব্যবহারসহ নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আমার বয়স ৭৩ বছর। আর চাওয়ার কিছু নেই। শুধু সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া লক্ষ্য। এজন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।’

    সংলাপে উপস্থিত ছিলেন— ইসির সাবেক সচিব (ভারপ্রাপ্ত) ড. মো. জকরিয়া, সাবেক যুগ্মসচিব খন্দকার মিজানুর রহমান, নূরুজ্জামান তালুকদার, মিহির সরওয়ার মোর্শেদ, সাবেক আঞ্চলিক কর্মকর্তা শাহ আলম, মো. শাহেদুন্নবী চৌধুরী, মাহফুজা আক্তার, মুনিরা খান, মিছবাহ উদ্দিন ও মীর মো. শাহজাহান।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      আরও দুটি জাতীয় দিবস ঘোষণার সিদ্ধান্ত নিচ্ছে সরকার

      অনলাইন ডেস্ক
      ৬ অক্টোবর, ২০২৫ ১৯:৩৮
      অনলাইন ডেস্ক
      আরও দুটি জাতীয় দিবস ঘোষণার সিদ্ধান্ত নিচ্ছে সরকার

      রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে ৭ অক্টোবর আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীকে ও ২৫ ফেব্রুয়ারি বিডিআর ম্যাসাকার দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রতি বছর এই দুটি দিবস বিশেষভাবে পালিত হবে।

      সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। যেখানে বিষয়টি নিয়ে স্পষ্ট আলাপ দেখা যায়।

      ওই পোস্টে বলা হয়, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সকল শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকার প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরার ফাহাদের বাবা।

      পোস্টে আরও বলা হয়, বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে দেশের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জীবন ও তাদের সৃষ্টিকে উদযাপনের জন্য একটি ক্যালেন্ডার তৈরির কাজ চলমান রয়েছে। এ ক্যালেন্ডারে সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী ও বিডিআর ম্যাসাকার দিবস অন্তর্ভুক্ত করা হচ্ছে। ফলে এখন থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছর ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি এই দুটি দিবস বিশেষভাবে পালিত হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        হু হু করে বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে তীরবর্তী মানুষ

        অনলাইন ডেস্ক
        ৬ অক্টোবর, ২০২৫ ৪:২০
        অনলাইন ডেস্ক
        হু হু করে বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে তীরবর্তী মানুষ

        উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। নদীর পানি দ্রুত বাড়তে থাকায় তীরবর্তী এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটছেন।

        রোববার (৫ অক্টোবর) মধ্য রাতের দিকে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি রেকর্ড করা হয় ৫২ দশমিক ৪৫ সেন্টিমিটার, যা বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপরে। পানির চাপ বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারাজের সব ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

        পাউবোর কর্মকর্তারা বলছেন, ভারতের দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢল নেমে আসছে। ফলে তিস্তার পানি হু হু করে বাড়ছে। এতে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার অন্তত পাঁচ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

        জানা যায়, বিকেলে তেমন পানি ছিল না। সন্ধ্যার পর হঠাৎ পানি বাড়তে শুরু করে। এখন পুরো ঘর ডুবে গেছে। জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা মনোয়ার বলেন, তিস্তার পানি ঘরে ঢুকে গেছে। আমরা যা পারছি, বাচ্চা ও জিনিসপত্র নিয়ে বাইরে যাচ্ছি। সবকিছু ডুবে যাচ্ছে চোখের সামনে।

        পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, উজানের ঢল ও ভারী বৃষ্টির কারণে কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। অন্তত পাঁচ হাজার মানুষ এখন পানিবন্দী। রাতে পানি আরও বাড়তে পারে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          গণভোট নিয়ে যে প্রস্তাব দিল বিএনপি

          অনলাইন ডেস্ক
          ৫ অক্টোবর, ২০২৫ ২২:৪
          অনলাইন ডেস্ক
          গণভোট নিয়ে যে প্রস্তাব দিল বিএনপি

          জুলাই সনদ বাস্তবায়ন করতে জনগণের রায়ের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন আলাদা ব্যালটে গণভোটের প্রস্তাব দিয়েছে বিএনপি।

          আজ রবিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ কথা জানান।

          প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে একটা ফাইনাল স্টেজে (চূড়ান্ত ধাপে) আমরা আছি... মোটাদাগে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে মনে হয় আমরা এগোতে পেরেছি।’

          গণভোটের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন, ‘আমরা সকল রাজনৈতিক দল মিলে সমগ্র জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করি কি না—এটা একটা প্রশ্ন। তাই জনগণের কাছে যদি সম্মতি নেওয়া যায় যে আমরা রাজনৈতিক দলসমূহ জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি—জনগণ তার পক্ষে আছে কি না, তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত অভিমত।’

          সালাহউদ্দিন বলেন, ‘গণভোটের যে আর্টিকেল ১৪২ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার উড়িয়ে দিয়েছিল, সেটা হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে রিইনস্টেট (পুনঃপ্রতিষ্ঠিত) হয়েছে... এখন সংবিধানের আর কোথাও রেফারেনডাম (গণভোট) করা যাবে না, এমন কোনো বিধান নাই। সুতরাং একটা অরডিনান্স জারি করে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেওয়া যেতে পারে একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি আলাদা ব্যালটে রেফারেনডাম করার জন্য।’

          তিনি বলেন, ‘রেফারেনডামের মাধ্যমে যে জনরায় আসবে, সেটা সার্বভৌম ক্ষমতার একটা রায়। সুতরাং সমস্ত সংসদ সদস্যগণ সেটা মানতে বাধ্য হবে।’

          সাংবাদিকেরা প্রশ্ন করলে সালাউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই সনদ প্রণীত হবে, স্বাক্ষরিত হবে, অঙ্গীকারনামায় সবাই সই করবে... ওয়েবসাইটে যাবে, সমস্ত পার্টির ইশতেহারে থাকবে... জনগণ জানবে জুলাই সনদে কি আছে। যারা ম্যান্ডেট পাবে, তারা তাদের নোট অব ডিসেন্ট অনুসারে যেতে পারবে।’

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত