ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রায়পুরের শিক্ষার্থীদের সংগঠন ‘রায়পুর ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় (ডুসার)’ রায়পুরের শিক্ষার্থীদের জন্য ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।
রায়পুর উপজেলায় অবস্থিত সকল স্কুল, মাদ্রাসা, কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে সেরাদের সেরা প্রতিভাধারীদের খুঁজে বের করতে “রায়পুর ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় (ডুসার)” এর উদ্যোগে রায়পুরে প্রথমবারের মত আয়োজিত হতে যাচ্ছে ‘ডুসার ট্যালেন্ট হান্ট সিজন-০১’।
ক্যাটাগরি: তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে-
১. জুনিয়র: ৬ষ্ঠ-৮ম শ্রেণি
২. সেকেন্ডারি: নবম-দশম শ্রেণি।
৩. হায়ার সেকেন্ডারি: এসএসসি ২০২৩ এবং একাদশ-দ্বাদশ শ্রেণি
‘ডুসার ট্যালেন্ট হান্ট সিজন-০১’ আয়োজনটি দুই রাউন্ডে সম্পন্ন হবে। প্রথম রাউন্ডে থাকবে বাছাই পর্ব, এখানে যারা উত্তির্ণ হবে তাদের নিয়ে আয়োজিত হবে ফাইনাল রউন্ড।
প্রথম রাউন্ড-বাছাই পর্ব-
অংশগ্রহণের যোগ্যতা: রায়পুর উপজেলার বাসিন্দা এবং নির্ধারিত ফরমে রেজিস্ট্রেশনকারী।
পরীক্ষার তারিখ: ১১ ই আগস্ট ,২০২৩ (শুক্রবার)।
সময়: সকাল ১০ টা।
স্থান: ইউনিয়ন- পৌরসভার নির্ধারিত কেন্দ্রে।
ফাইনাল রাউন্ড-
অংশগ্রহণের যোগ্যতা: বাছাইপর্বে প্রত্যেক ক্যাটাগরির সেরা ৫০ জন করে মোট ১৫০ জন শিক্ষার্থীকে নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।
সম্ভাব্য তারিখ ও স্থান : বাছাই পর্বের দিন ঘোষণা করা হবে।
পরীক্ষার কেন্দ্র সমূহ:
১. রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমী।
২. হায়দারগঞ্জ মডেল কলেজ
৩. চরবংশী এসএম আজিজিয়া উচ্চ বিদ্যালয়
৪. কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ
৫. বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়
পরীক্ষার সিলেবাস:বাছাই পর্বে শিক্ষার্থীদেরকে তাদের একাডেমিক রেগুলার শিখন ও প্রাত্যহিক জীবনের শিখন থেকে প্রশ্ন করা হবে। ফাইনাল রাউন্ডে নির্ধারিত সিলেবাস থাকবে। যা পরে ঘোষণা করা হবে।
পুরস্কার: প্রত্যেক ক্যাটাগরিতে
১ম পুরস্কার : নগদ ৫০০০ টাকা+ বই + ক্রেস্ট
২য় পুরস্কার: নগদ ৩০০০ টাকা +বই +ক্রেস্ট
৩য় পুরস্কার: নগদ ২০০০ টাকা+ বই +ক্রেস্ট
এছাড়াও ফাইনাল রাউন্ডে অংশগ্রহণকারী সকলে পাবেন অংশগ্রহণ সনদ।
রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/DqwATYvrLZLDM6PRA
ই-মেইল: duswaraipur@gmail.com
প্রতিযোগিতার নিয়মাবলিঃ
১. স্ব স্ব প্রতিষ্ঠানের দায়িত্বরত শিক্ষকদের কাছে থাকা রেজিস্ট্রেশন ফরম পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে অথবা অনলাইনে গুগল ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। শিক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার প্রবেশপত্র নিজ সংগ্রহে রাখতে হবে।
২. পরীক্ষার দিন প্রবেশপত্র দেখিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৩. পরীক্ষার্থীকে নির্ধারিত যেকোনো একটি কেন্দ্র নির্বাচন করতে হবে।
৪. রায়পুরের সকল বাসিন্দাদের জন্য আয়োজনটি উন্মুক্ত।
৫. রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৭ই আগস্ট, ২০২৩।