ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
 
শিরোনাম

নোয়াখালীতে হত্যা মামলায় বিএনপি নেতাকে ষড়যন্ত্রমূলক আসামি করার প্রতিবাদে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
১১ অক্টোবর, ২০২৫ ১২:৫৬
জেলা প্রতিনিধি
নোয়াখালীতে হত্যা মামলায় বিএনপি নেতাকে ষড়যন্ত্রমূলক আসামি করার প্রতিবাদে বিক্ষোভ

নোয়াখালীর বেগমগঞ্জের বিজয় হত্যা মামলায় কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন বিএনপি নেতা ইসমাঈল তোতাকে ষড়যন্ত্রমূলক আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা।

শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার চরএলাহী বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী-পুরুষ অংশ নেয়।

এতে বক্তব্য রাখেন, চর এলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হোসেন মেম্বার, চর এলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়েল মাস্টার, চর এলাহী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার, কোম্পানীগঞ্জ ওলামাদলের সদস্য সচিব মাওলানা আইয়ুব আলী, বিএনপি নেতা মো.ইসমাঈল হোসেন তোতা প্রমূখ।    

মানববন্ধনে বক্তারা বলেন, চর এলাহী ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আবদুল মতিন তোতা চেয়ারম্যানকে প্রকাশ্যে হত্যা করে সন্ত্রাসীরা। ওই হত্যার ঘটনার মাস্টারমাইন্ড জামায়াত থেকে বিএনপিতে আসা ফখরুল ইসলাম তার অনুসারী তোতা হত্যা মামলার আসামিদের সেভ করতে প্রায় ৬০ কিলোমিটার দুরের একটি হত্যার ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি নেতা ইসমাঈল তোতাকে মামলার আসামি করে। বক্তারা অবিলম্বে ইসমাঈল তোতার বিরুদ্ধে করা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে এই মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

অভিযোগ নাকচ করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির মাকেত সদস্য ফখরুল ইসলাম। তিনি বলেন, অভিযোগ অনেকেই করতে পারে আমি এই মামলা সম্পর্কে কিছুই জানিনা।    

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, বাদী অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নেতাকে ষড়যন্ত্রমূলক আসামি করা হয়েছে কিনা তা তদন্ত শেষে বলা যাবে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    খাগড়াছড়িতে আগুনে পুড়ে ছাই ১৯ দোকান

    জেলা প্রতিনিধি
    ৫ অক্টোবর, ২০২৫ ১০:৪৯
    জেলা প্রতিনিধি
    খাগড়াছড়িতে আগুনে পুড়ে ছাই ১৯ দোকান

    খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আগুন লেগে একটি মার্কেটের ১৯টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

    গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী জানান, উপজেলার জালিয়াপাড়া এলাকার ‘হাজ্বী ইসমাইল মার্কেটে’ শনিবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘আগুন লাগার পর মুহূর্তে তা চারোদিকে ছড়িয়ে পড়ে। এ কারণে দোকান মালিকরা মালামাল রক্ষা করতে পারেননি। এতে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন।’

    স্থানীয়দের পাশাপাশি বিজিবি সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। তবে গুইমারা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়ে যায়।

    ওসি এনামুল বলেন, ‘একটি টায়ারের দোকান থেকে আগুন লাগে।’

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা

      অনলাইন ডেস্ক
      ৪ অক্টোবর, ২০২৫ ১৯:৪
      অনলাইন ডেস্ক
      আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা

      চট্টগ্রামের ফৌজদারহাটের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত এবং ওএসডি হওয়া কর্মকর্তা-কর্মচারীরা। তবে ৬ দফা দাবি আদায়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। আজ শনিবার দুপুর একটার দিকে সড়কটি ছাড়েন তারা। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

      আন্দোলনকারীরা বলেন, ইসলামী ব্যাংকের স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষা বয়কটের কারণে চট্টগ্রামের সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত এবং ওএসডি করা হয়েছে। এ সময় অবিলম্বে তাদের স্বপদে পুনর্বহালসহ ৬ দফা দাবি জানান তারা।

      এর আগে, আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফৌজদারহাট এলাকায় অবস্থান নেয় ব্যাংকটির শতাধিক কর্মী ও তাদের পরিবারের সদস্যরা। এ সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। ফলে চলাচলকারীরা চরম ভোগান্তিতে পড়েন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

        অনলাইন ডেস্ক
        ১ অক্টোবর, ২০২৫ ২৩:৩৭
        অনলাইন ডেস্ক
        ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

        দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

        আজ বুধবার রাত ৯টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

        আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ডিসেম্বরে চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

          নিজস্ব প্রতিবেদক
          ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:৫৮
          নিজস্ব প্রতিবেদক
          ডিসেম্বরে চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

          আগামী ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

          মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে তিনি বলেন, আমরা নভেম্বরে চালু করার জন্য রাশিয়াকে চিঠি দিয়েছিলাম। তারা জানিয়েছে যে ডিসেম্বরে চালু করবে।

          উপদেষ্টা বলেন, ইতোমধ্যে বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি চলে এসেছে। আইএইএ-এর একটা দল পর্যবেক্ষণ করে কিছু সুপারিশ করেছে। আমরা সেগুলো বাস্তবায়ন করছি। তারা আবার এসে ফাইনাল সম্মতি দেবে।

          রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম এখনও নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি।

          পদ্মা নদীর তীরে পাবনায় অবস্থিত এ দুই-ইউনিটের প্ল্যান্টটি রাশিয়ার নির্মিত ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর দুটি চালু হলে বাংলাদেশের গ্রিডে দুই হাজার ৪০০ মেগা ওয়াটের বিদ্যুৎ যোগ হবে।

          এর মধ্যে ইউনিট ১-এর নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৭ সালে এবং ২০১৮ সালে ইউনিট ২ এর কাজ শুরু হয়।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত