ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ২৪ কার্তিক ১৪৩২
 
শিরোনাম

ঢাবিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫০
নিজস্ব প্রতিবেদক
ঢাবিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তদন্ত কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তোফাজ্জল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে হল প্রশাসন।

বিষয়টি তদন্তের জন্য হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আলমগীর কবীরকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ রয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- আবাসিক শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খান, অধ্যাপক ড. শেখ জহির রায়হান, মো. মাহাবুব আলম, ড. আছিব আহমেদ আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক ড. এম এম তৌহিদল ইসলাম, সহকারী প্রক্টর (বিজ্ঞান অনুষদ) এ. কে. এম. নূর আলম সিদ্দিকী।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে রাত ৮টার দিকে তাকে আটক করে হলের শিক্ষার্থীরা। পরে রাত ২টার দিকে তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

নিহত ব্যক্তির নাম তোফাজ্জল। তার বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নে। তার বাবা-মা কেউ বেঁচে নেই। জানা যায়, তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।

একটি ভিডিও চিত্রে দেখা যায় ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক জালাল আহমেদসহ হলের ৮-১০ জন শিক্ষার্থী তোফাজ্জলকে মারধর করছেন।

ভোর সাড়ে ৪টায় প্রক্টর সাইফুদ্দিন আহমেদ প্রথমে ঢাকা মেডিকেল কলেজে যান। সেখান থেকে পরে হল প্রাঙ্গণে এসে হলের পুরাতন ভবনের গেস্টরুম ও এক্সেসটেনশনের গেস্টরুম ঘুরে দেখেন। এই দুটি গেস্টরুমেই তোফাজ্জলকে মারা হয়। এসময় তিনি দুটি রুম সিলগালা করে দেয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে আটটা-নয়টার দিকে ফজলুল হক হলে তোফাজ্জলকে চোর সন্দেহে আটক করেন শিক্ষার্থীরা। পরে ‘চোরের গ্যাং’ শনাক্ত করতে তাকে জেরা করা হয়। তিনি কয়েকজনের ফোন নাম্বার মুখস্থ বলেন, যেগুলো সত্যতা পাওয়া যায়। এতে তাকে ‘চোর’ হিসেবে উপস্থিত ছাত্রদের সন্দেহ বাড়ে। পরে তাকে একদফা পিটুনি দিয়ে ক্যান্টিনে খাওয়ানো হয়।

দ্বিতীয় দফায় তাকে জিজ্ঞাসাবাদ ও পেটানো হয়। রাত ১০টার দিকে হলের হাউস টিউটররা ঘটনাস্থলে গেলে অবস্থার অবনতি ঘটায় তাকে রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান কয়েকজন শিক্ষার্থী। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

সার্বিক বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, কেউ চুরি করতে আসলে তাকে পিটিয়ে মেরে ফেলার অধিকার কারো নেই। শিগগিরই মামলা করা হবে। আমরা সিসিটিভি ও অন্যান্য ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসব।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    কর্মস্থলে যোগদান করলেন জবির নবনিযুক্ত উপাচার্য

    নিজস্ব প্রতিবেদক
    ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১১:১১
    নিজস্ব প্রতিবেদক
    কর্মস্থলে যোগদান করলেন জবির নবনিযুক্ত উপাচার্য

    নাইমুর রহমান, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম কর্মস্থলে যোগদান করেছেন।

    বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজ ক্যাম্পাসে প্রবেশ করেন তিনি।

    এর আগে সকাল থেকে কয়েক শতাধিক শিক্ষার্থী নতুন উপাচার্যকে স্বাগত জানানোর জন্য বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়। এছাড়া শিক্ষক-কর্মকর্তারাও নতুন উপাচার্যকে স্বাগত জানান।

    এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, বিগত স্বৈরাচার সরকারের সময় সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের জন্য যারা নিরলসভাবে প্রচেষ্টা চালিয়েছেন, তাদের ধন্যবাদ জানায়। যারা এখনো হাসপাতালে আছে, তাদের প্রত্যাশা ছিলো একটি বৈষম্যহীন সমাজ ও শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা। আপনাদের সাথে নিয়ে সেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় চেষ্টা চালিয়ে যাবো।

    ইচ্ছাকৃত কোন অন্যায্য কাজ আমি করবো না। তবে মানুষ হিসেবে ভুল ত্রুটি হলে ধরিয়ে দিবেন। আমি নিজেকে সংশোধন করিয়ে নিবো।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      জাবিতে গণপিটুনিতে ছাত্রলীগ নেতার মৃত্যু

      নিজস্ব প্রতিবেদক
      ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ৬:২৯
      নিজস্ব প্রতিবেদক
      জাবিতে গণপিটুনিতে ছাত্রলীগ নেতার মৃত্যু

      জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনির শিকার হয়েছেন। পরে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

      জানা যায়, বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। এ সময় উপস্থিত বিক্ষুব্ধ কয়েকজন তাকে মারধর করে প্রক্টর অফিস নিয়ে যায়। পরে প্রক্টরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

      পুলিশ ও শামীমের পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

      নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বিরুদ্ধে গত ১৫ জুলাই রাতে ভিসির বাসভবনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ঢাবি ক্যাম্পাস বহিরাগতমুক্ত করতে চলবে অভিযান

        নিজস্ব প্রতিবেদক
        ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ২২:৩০
        নিজস্ব প্রতিবেদক
        ঢাবি ক্যাম্পাস বহিরাগতমুক্ত করতে চলবে অভিযান

        ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করতে অভিযান পরিচালনা করা হবে জানিয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের পরিচয়পত্র সাথে রাখার অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

        বুধবার ( ১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অধ্যয়নরত সব আবাসিক, অনাবাসিক ও দ্বৈতাবাসিক শিক্ষার্থীদের অবগতির জানানো যাচ্ছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করতে দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসে অভিযান পরিচালিত হবে। সে লক্ষ্যে ক্যাম্পাসে অবস্থানকালে প্রত্যেক শিক্ষার্থীকে তাঁদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে।’

        যেসব শিক্ষার্থীর পরিচয়পত্র হারিয়ে গেছে, তাদেরকে উপযুক্ত প্রমাণপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

        বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীসহ অন্যরা ক্যাম্পাস প্রবেশের সুযোগ ‍ছিল এতদিন। সম্প্রতি কার্জন হলে বহিরাগতদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়। তবে সাবেক শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেখানে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ইবিতে ভিসি নিয়োগে বসন্তের কোকিলদের সাবধান করলেন শিক্ষার্থীরা

          নিজস্ব প্রতিবেদক
          ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:২৫
          নিজস্ব প্রতিবেদক
          ইবিতে ভিসি নিয়োগে বসন্তের কোকিলদের সাবধান করলেন শিক্ষার্থীরা

          ইবি প্রতিনিধি: বহিরাগত কোনো শিক্ষককে উপাচার্য হিসেবে দেখতে না চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। এসময় উপাচার্য হিসেবে যোগ্য শিক্ষকদের মানদণ্ডও জুড়ে দিয়েছেন তারা। এছাড়াও দ্রুততম সময়ের মধ্যে ভিসি নিয়োগ দেয়ারও দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
          বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা নানারকম স্লোগান দিতে থাকে যার মধ্যে উল্লেখযোগ্য ছিলো "বাইরে থেকে ইবির ভিসি মানিনা মানবোনা, এক দফা এক দাবি, আমার ক্যাম্পাস আমার ভিসি, ঢাবি রাবি ভিসি পায় ইবি কেনো পিছিয়ে, যায় বসন্তের কোকিলেরা হুশিয়ার সাবধান, দূর্দিনে ছিলেন যারা ইবির ভিসি হবেন তারা, ভাড়া করা ইবির ভিসি মানিনা মানবোনা"
          ভিসি নিয়োগের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে শিক্ষার্থীরা পুনরায় প্রধান ফটকে এসে সমবেত হয়।
          এসময় শিক্ষার্থীরা বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। কোনো লেজুড়বৃত্তিক রাজনৈতিক দলের হাতে এই স্বাধীনতা তুলে দিতে চাই না। এই স্বাধীন দেশে স্বৈরাচারী শেখ হাসিনার কোনো এজেন্টকে উপাচার্য হিসেবে চাই না। স্বাধীন দেশে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবে না। আমরা এমন একজন ভিসি চাই যিনি আমাদেরকে বুঝবেন এবং আমাদের শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করবেন।
          তারা আরও বলেন, এমন কাউকে ভিসি হিসেবে চাই, যিনি আন্দোলনে আমাদের সমর্থন দিয়েছে। ক্যাম্পাসের বাইরের কেউ এসে আমাদের এখানে উড়ে এসে জুড়ে বসলে আমরা সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবো। তাই আমাদের দাবি আমাদের ক্যাম্পাসে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক উপাচার্য হিসেবে এসে আমাদের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করবে। তাই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের কাউকে ভিসি হিসেবে চাচ্ছি আমরা।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত