শিরোনাম
নিজ ক্যাম্পাসেই বেরোবি ছাত্রীর হলুদ সন্ধ্যা!
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে এক ছাত্রীর হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এ সময় কনে সুহির সহপাঠীরা একই রঙ্গের পাঞ্জাবি ও শাড়ি পরে হলুদ সন্ধ্যা উদযাপন করে।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রসায়ন বিভাগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নওশিন আনোয়ারা সুহির হলুদ সন্ধ্যার আয়োজন করেছে তার সহপাঠীরা।
জানা যায়, আগামী ২১ শে ডিসেম্বর বগুড়ার নিজ বাড়িতে সুহির বিয়ে অনুষ্ঠিত হবে। এ সময় বিয়ের অনুষ্ঠানে সব বন্ধু এক সঙ্গে উপস্থিত থাকতে পারবেন না বলেই ক্যাম্পাসে এমন ভিন্নধর্মী আয়োজন করা হয়েছে।
গায়ে হলুদ অনুষ্ঠানে সুহির সহপাঠিরা ছাড়াও সিনিয়র, জুনিয়র ও রসায়ন বিভাগের একাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
রসায়ন বিভাগে জুড়ে ছিল উৎসবের আমেজ। কনে সুহিকে সাজিয়ে সহপাঠীরা ফুল দিয়ে বরণ করে নিয়েছে। আর সহপাঠীরা কেউ গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছেন, আবার কেউ তাকে কেক, মিষ্টি, বিভিন্ন ফল খাওয়াচ্ছেন। আবার কেউ ছবি তুলছেন। আবার কেউ গানের তালে নাচছেন।
উচ্ছ্বসিত কনে নওশিন আনোয়ারা সুহি বলেন, আজকে আমার জীবনের গুরুত্বপূর্ণ স্মরণীয় দিন। এই দিনটি আমি কখনই ভুলবো না। যারা এত সুন্দর একট আয়োজন করেছে তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। সবার কাছে আমার নতুন জীবনের জন্য দোয়া চাই।
রসায়ন বিভাগের প্রধান ড. বিজন মোহন চাকী বলেন, গায়ে হলুদ বাঙ্গালী সংস্কৃতির একটি অংশ। আমাদের বিভাগে প্রথমবারের মতো হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এখানে শিক্ষার্থীরা সকলে এ অনুষ্ঠানটি উপভোগ করছে। আজ রসায়ন বিভাগের মেধাবী শিক্ষার্থী নওশিন আনোয়ারা সুহির হলুদ সন্ধ্যা উদযাপন করা হয়েছে। তার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা রইল।
বাউয়েটের ১৪তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
শাফায়াত হোসেন, বাউয়েট প্রতিনিধিঃ ১৫ ডিসেম্বর ২০২২ তারিখে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ১৪তম সিন্ডিকেট সভা সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত হয়।
সিন্ডিকেট সভায় ১৩তম সভার কার্যবিবরণী আলোচনা ও অনুমোদন, ১৯তম ও ২০তম একাডেমিক কাউন্সিল সভার সুপারিশসমূহ অনুমোদন, অর্থ কমিটির ১৯তম সভার সুপারিশসমূহ অনুমোদন, শৃংখলা কমিটির ১১তম সভার সুপারিশসমূহ অনুমোদন, ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন অনুমোদন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও গ্রেড সমন্বয়সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার (সদস্য সচিব), শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা) মোঃ নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক মনোনীত সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ভূত্ত¡ ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সিন্ডিকেট সভার শুরুতে বোর্ড অব ট্রাস্টিজ কর্তৃক মনোনীত নতুন সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ব্যবস্থাপনা পরিচালক, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং সরকার কর্তৃক মনোনীত নতুন সদস্য মোঃ নজরুল ইসলাম, যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কে অভিনন্দন জানান ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল।
ফাইনালে ফ্রান্সের তুরুপের তাস বেনজেমা!
নিজের সেরা ফর্মেই ছিলেন কারিম বেনজেমা। তাকে ছাড়া ফ্রান্সের একাদশ কল্পনাও করা মুশকিল ছিলো। কিন্তু দুঃখজনক হলেও সত্য বিশ্বকাপ শুরুর আগেই ইনজুরিতে মাঠের বাইরে চলে গিয়েছিলেন এই ফরোয়ার্ড। যদিও তার বিকল্প হিসেবে কাউকেই নেয়নি ফ্রান্স।
সেই দলটি এবার বিশ্বকাপের ফাইনালে উঠতেই সরগরম চারপাশ। সবার মুখে একটাই কথা এবার কি মাঠে দেখা যাবে বেনজেমাকে? কথার যুক্তিও আছে কারণ বেনজেমা তো চোট কাটিয়ে এখন ফিট! এমন গুঞ্জনের ডালপালা মেলল-যখন বিশ্বকাপ ফাইনালের জন্য করিম বেনজেমাকে কাতারে যাওয়ার অনুমতি দিলো তার ক্লাব রিয়াল মাদ্রিদ।
বলা হচ্ছে- আর্জেন্টিনার বিপক্ষে রোববারের বিশ্বকাপ ফাইনালে দেখাও যেতে পারে ব্যালন ডি অর জয়ী বেনজেমাকে। অবশ্য এই তারকাকে নিয়ে অবশ্য সরাসরি কিছুই বলছেন না ফরাসি কোচ দেশম। টানা দুটি বিশ্বকাপের ফাইনালে তার দল। সেই লড়াইয়ের আগে বেনজেমাকে নিয়ে প্রশ্নটা যখন উঠল তখন রহস্যটা আরও বাড়িয়ে দিলেন দেশম।
কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে জয়ের পর দেশমের কাছে সাংবাদিকের প্রশ্ন ছিল- বেনজেমাকে ফাইনালে দেখা যাবে? এমন প্রশ্নের উত্তরে ফ্রান্স কোচ কৌশলী হলেন। তিনি বলছিলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর দিতে চাইছি না। আমি দুঃখিত, পরবর্তী প্রশ্নটা বলুন দয়া করে।’ইউরোপীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম বলছে, রোববারের ফাইনালে দেশমের তুরুপের তাস হতে পারেন এই করিম বেনজেমা। লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে দেশম ব্যবহার করতে পারেন বেনজেমাকে। তিনিই হতে পারেন কোচের ট্রাম্পকার্ড!
ফ্রান্সের বিশ্বকাপ শুরুর ঠিক আগে চোটে পড়া বেনজেমার সেরে উঠতে তিন সপ্তাহ সময় বেঁধে দেন চিকিৎসকেরা। সময়মতো মাঠে ফিরতে নিজ ক্লাব রিয়াল মাদ্রিদের মাঠে পুনর্বাসন প্রক্রিয়াও চলে তার। এখন তিনি পুরো ফিট, আগামী রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু ফাইনালে এসে তিনি যদি মাঠে থাকেন তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না।
মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে ঢাকা বিশ্ববিদ্যালয়
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাবি ক্যাম্পাস সেজেছে বর্ণিল সাজে। বিশেষ এই দিনটি ঘিরে বিশ্ববিদ্যালয়ের সড়ক, উপাচার্য ভবন, কার্জন হল, কলা ভবন ও ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), প্রশাসনিক ভবনসহ কয়েকটি ভবন লাল, সবুজ, নীল রঙের বাতির আলোয় সাজানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, বিজয় দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও ক্যাম্পাসকে সাজানো হয়েছে। বাংলাদেশের স্বাধীনতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান সবচেয়ে বেশি। এই দিনটিকে আমরা বিশ্ববিদ্যালয় পরিবার বিশেষভাবে ও শ্রদ্ধার সাথে পালন করি। এ উপলক্ষে নানান কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।
মহান বিজয় দিবস উদযাপন ও বিজয়ের ৫১ বছর পূর্তির উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
রাবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে খালিদ, দিগন্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু) ২০২২-২৩ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সদ্য বিদায়ী সভাপতি রাশেদ শুভ্র এবং সাধারণ সম্পাদক ওয়াসিফ রিয়াদ ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে দ্য ডেইলি অবজারভারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহিনুর খালিদকে সভাপতি এবং দৈনিক আমার সংবাদের প্রতিনিধি আসিফ আহমেদ দিগন্তকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ফুয়াদ পাবলো (ফ্রিল্যান্সার সাংবাদিক), যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজ হোসাইন (দৈনিক মানবকণ্ঠ), অর্থ সম্পাদক লাবু হক (দৈনিক যুগান্তর), সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান মিলু (বাংলাদেশের আলো), দপ্তর সম্পাদক রায়হান ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ফাহিম আহমেদ (বিডিনিউজ২৪.কম), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সোহাগ আলী (দৈনিক আমাদের সময়), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক স্বজন রায় (ঢাকা প্রকাশ) এবং পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক মারজিয়া আকতার (আগামী নিউজ)।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন- আছিয়া খাতুন (দৈনিক খোলা কাগজ) এবং অমর্ত্য রায় (পদ্মা টাইমস২৪.কম)।
এছাড়াও সদ্যবিদায়ী সভাপতি রাশেদ শুভ্র ও সাধারণ সম্পাদক ওয়াসিফ রিয়াদ কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য