শিরোনাম
জবির প্রথম মেধাতালিকা প্রকাশ
সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে।শুক্রবার (৪নভেম্বর )বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধাতালিকা প্রকাশ করা হয়।
প্রথম মেধা তালিকার ভর্তি চলবে ৭ নভেম্বর থেকে ১১ ই নভেম্বর পর্যন্ত । মূল কাগজপত্র ৭-১২ নভেম্বরের মধ্যে সশরীরে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে জমা দিতে হবে।
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে আসন রয়েছে এক হাজার ১৫৫টি। এর বিপরীতে আবেদন করেছে ২৪ হাজার ৮৪৯জন। বি’ ইউনিটে ৮৫০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৯ হাজার ৯৮৯ জন। আর ‘সি’ ইউনিটের আসন সংখ্যা ৬১০টি। এর বিপরীতে আবেদন করেছেন ছয় হাজার ২৪০ জন। এর বাইরে ছাড়া ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে ৭৮০ জন, চারুকলা বিভাগে ৮৯৭, নাট্যকলা বিভাগে ৩২৭ ও সংগীতে ৩৪৫ জন আবদেন করেছেন।
প্রকাশিত হয়েছে জবির চারুকলা বিভাগের পরীক্ষার সময়সূচী
মাসুম তালুকদার, জবি প্রতিনিধিঃজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে বি.এফ.এ (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার (চারুকলা বিভাগের) ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে । আগামী ১২ নভেম্বর (শনিবার) ব্যবহারিক পরীক্ষা এবং ১৭ নভেম্বর (বৃহস্পতিবার)মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা সকাল ১১.০০ থেকে দুপুর ১.০০ পর্যন্ত একটানা ২ ঘন্টা চলবে। আর মৌখিক পরীক্ষা ( শুধুমাএ ব্যবহারিক পরীক্ষা উওীর্ণ শিক্ষার্থী) সকাল ৯.০০ থেকে বিকাল ৩ঃ৩০ পর্যন্ত চলবে।আর মাঝখানে খাবার বিরতি থাকবে দুপুর ১.০০ থেকে ১ঃ৩০ পর্যন্ত।
পরীক্ষাটি ১০০ নাম্বারে অনুষ্ঠিত হবে, যার মধ্যে ব্যবহারিক পরীক্ষা ৯০ ও মৌখিক পরীক্ষা ১০ নাম্বারে হবে। ব্যবহারিক পরীক্ষার মধ্যে ব্যবহারিক ড্রইং ৭০ ও ব্যবহারিক ডিজাইন ২০। উক্ত পরীক্ষাটির বিষয়বস্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার কেন্দ্র জবির বাংলা,ইতিহাস,ইসলামিক স্টাডিজ ও,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবার ৩০ মিনিটের মধ্যে হলে প্রবেশ করতে হবে এবং সাথে প্রবেশপএ নিতে হবে, অন্যথায় পরীক্ষা দিতে দেওয়া হবে না।
এছাড়া গুচ্ছের টেকনিক্যাল কমিটির সূত্রে জানা যায়, গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে মোট আবেদন করেছেন ১ লাখ ৫৭ হাজার। এর মধ্যে যথাক্রমে ‘এ’ ইউনিটে আবেদন পড়েছে ৮৫ হাজারের বেশি, ‘বি ইউনিটে ৪৮ হাজারের অধিক, ও ‘সি’ ইউনিটে আবেদন পড়েছে ২৩ হাজারের বেশি। এবার নিজস্ব পদ্ধতিতে মেরিট ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে গুচ্ছের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো। গুচ্ছ পদ্ধতির অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলো তাদের নিজস্ব পদ্ধতিতে মেরিট প্রকাশের পাশাপাশি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। এক্ষেত্রে ভর্তি প্রক্রিয়ায় পূর্ব নির্দেশনাকেই অনুসরণ করতে হবে।
উল্লেখ্য, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার আবেদন গত ১৭ অক্টোবর দুপুর ১২টা হতে শুরু হয় এবং ২৭ অক্টোবর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত আবেদন প্রক্রিয়া শেষ হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: আবাসন সংকটে শিক্ষার্থীরা
দ্রব্যমূল্যের উর্ধগতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি পূর্ব সুবিধা রয়েছে। যা হলো, বাসার মালিক এখনও ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয় নি। কারণ জানুয়ারি মাস আসতে প্রায় দুই মাস বাকি। তখন হয়তো নিশ্চয়ই নতুন করে বাসা ভাড়ার হিসেব কষতে হবে। আবাসন সংকট এই বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ শিক্ষার্থী টিউশন করে তাদের পড়াশোনা খরচ ও নিজেদের খরচ চালিয়ে থাকে৷ কিন্তু বর্তমানে দ্রব্যমূল্যের নাকাল অবস্থায় সবকিছু চালিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষার্থীদের। টিউশনের বেতন সেই আগের মতই। তবে, দাম বেড়েছে সকল জিনিসের। এমতাবস্থায় মানবেতর জীবনযাপন করছে এই বিশ্ববিদ্যালয় অধিকাংশ শিক্ষার্থীদের।
যদিও মেয়েদের জন্য হল রয়েছে, সংখ্যায় যদিএ একটি এবং হলটিতে ওঠার সৌভাগ্য হয়নি, বিশ্ববিদ্যালয়ের ১৬ তম আবর্তনের কোন শিক্ষার্থীর।
হ্যাঁ, এটাই সত্য। শত সমস্যা ও প্রতিকূলতা উপেক্ষা করে টিকে থাকতে হচ্ছে জবিয়ানদের। আমাদের কথা শোনার মতো কেউ নেই, যেখানে বিশ্ববিদ্যালয় দিবসে একটি কনসার্টের জন্যও আন্দোলন করতে হয়।আমাদের জন্য নেই কোন আবাসন ব্যবস্থা, পাচ্ছি না কোন অতিরিক্ত সুবিধাও। ক্লাস করতে গিয়ে দাড়িয়ে থাকতে হয়, কারণ আছে আমাদের জায়গার স্বল্পতা।যখন ফোনে বাবা - মা'য়ের সাথে কথা বলি তখন কেমন আছো বাবা / মা? প্রতুত্তরে - ভালো আছি ছাড়া কিছুই বলার থাকে না।
হ্যাঁ, এসবের কারণ একটাই কারণ আমি বিশ্ববিদ্যালয় পড়ি তাও আবার, বাংলাদেশের । এমনই দেশ গড়ার স্বপ্ন কি আদৌ দেখেছিলেন আমাদেন জাতির পিতা, যার জন্য অর্ধেক জীবনের বেশি সময় জেলে কাটিয়েছেন তিনি ? মোটেই নয়, এমন স্বপ্ন দেখেন নি আমাদের রাষ্ট্রের মহানায়ক।
জানা যায়, ২০১৮ সালের ৩ অক্টোবর কেরানীগঞ্জের ২০০ একর ভূমির অধিগ্রহণ দেয় -ভূমি মন্ত্রানালয়। এক হাজার ৯২০ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার টাকার এ প্রকল্প বাস্তবায়ন হওয়ার কথা ছিল ২০২০ সালের অক্টোবরের মধ্যে। অথচ এ প্রকল্পের ১০ শতাংশ কাজও এখনও, তবে হবে একদিন হবে, কবে হবে? সেটাই বলছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অথচ, শিক্ষার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশের প্রতিটি আন্দোলনে এই প্রতিষ্ঠানের অবদান ছিল গর্ব করার মত। ৫২’র ভাষা আন্দোলন, ৬২ তে সামরিক সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ, ৬৬ এর ছয়দফা দাবি, ৬৮ এর এগারো দফা দাবি, ৬৯ এর গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন ও সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে বিশ্ববিদ্যালয়টির।
বর্তমানে মোট ৬টি অনুষদে ৩৬টি বিভাগ ও ২টি ইন্সটিটিউট রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। প্রায় ১৮ হাজার শিক্ষার্থী, ৯৬০ জন একাডেমিক স্টাফ এবং ৮৫০ জন প্রশাসনিক স্টাফ নিয়ে বর্তমানে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। হয়তো ওই যে শুনেছি একদিন নতুন ক্যাম্পাস হবে, সে শোনা রূপকথার গল্পের মতোই অবান্তরই থেকে যাবে। যার জন্য আমাদেরকে আন্দোলনের প্রস্তুতি নিতে হচ্ছে। আন্দোলন ছাড়া নাকি বাংলাদেশে কিছু পাওয়া যায় না।
তাই তো মনে পড়ে সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত সেই কবিতার (দুর্মর) একটি পঙক্তি :
সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়ঃ জ্বলে পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।
সর্বশেষ বলা যায়, আবাসন সংকট ও সংকীর্ণ ক্যাম্পাসের ঘানি মাথায় নিয়েই অবিরাম ছুটে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। চরম মানবেতর জীবনযাপন করেও দেশের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। এহেন সমস্যা থেকে কিছুটা হলেও উত্তরণ পেতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর পদক্ষেপ নিয়ে শিক্ষার্থীদের পাশে থাকা এখন সময়ের দাবী।
পবিপ্রবিতে ছাত্রলীগের প্রতিবাদ মিছিল
সাব্বির হোসেন, পবিপ্রবি প্রতিনিধিঃ আজ ( শুক্রবার) বিকাল ৫ টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ,পবিপ্রবি শাখার উদ্দোগে আগামীকাল ৫ নভেম্বর (শনিবার) বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির ডাকা সমাবেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
প্রতিবাদ মিছিল ক্যাম্পাসের দ্বিতীয় গেট হতে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট ঘুরে প্রথম গেটে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ,পবিপ্রবি শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ও বিভিন্ন হল শাখার সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতা কর্মী।
এ-সময় নেতারা বলেন সমাবেশের নামে যদি কোনো বিশৃঙ্খলা করে তবে রাজপথে শক্ত হাতে তাদের প্রতিহত করা। বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র, সকল চক্রান্তকে রুখে দেওয়া হবে।
চীনের চিয়াংশি বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ইউনিয়নে ২ বাংলাদেশি নির্বাচিত
চীনের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান “চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকসে” প্রথম বারের মত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচনে বাংলাদেশের দুই শিক্ষার্থী বিজয়ী হয়েছেন।
বিশ্ববিদ্যালয়টির পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম চেয়ারপারসন ও মাস্টার্স শিক্ষার্থী মোহাম্মদ আকবর হোসেন স্বেচ্ছাসেবক বিভাগের মিনিস্টার নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওভারসিজ এডুকেশন স্কুলের ভাইস ডিন ইনা ওয়াং নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন।
মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম কার্যনির্বাহী কমিটির ৩ প্রতিযোগীকে হারিয়ে এবং মোহাম্মদ আকবর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
তারা মূলত আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
স্টুডেন্ট ইউনিয়নের বার্ষিক এ নির্বাচনটি ২ দফায় অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই ও নির্বাচনী বক্তব্য উপস্থাপন করা হয়। দ্বিতীয় ধাপে শিক্ষক ও শিক্ষার্থীরা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে থাকেন।
চীনের অন্যতম শীর্ষস্থানীয় এ বিশ্ববিদ্যালয়টিতে ৪০০ বিদেশি শিক্ষার্থী পড়াশুনা করেন। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন বিদেশি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও কল্যাণে কাজ করে থাকে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য