সাঈদ মঈন: ২০১৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় ‘সেকেন্ড টাইম’ তথা দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ বন্ধ করা হয়। এর আগের বছরগুলোতে প্রথমবার সুযোগ বঞ্চিত ভর্তিচ্ছুরা দ্বিতীয়বারও ভর্তি পরীক্ষা দিতে পারতেন। সেকেন্ড টাইম সুযোগ বন্ধের পর থেকে পুনরায় এ সুযোগ চালুর দাবিতে প্রতি বছর আন্দোলন করে আসছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একাংশ।
সম্প্রতি করোনা মহামারী পরবর্তী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একবারের জন্য দ্বিতীয়বার ভর্তি পরিক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। সেবার বলা হয়, করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের সুবিধার্তে এই সুযোগ রাখা হয়েছে। পরবর্তী শিক্ষাবর্ষ হতে ‘সেকেন্ড টাইম’ সুযোগ থাকবে না।
তবে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের মতো ২০২২-২০২৩ শিক্ষাবর্ষেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় ‘সেকেন্ড টাইম’ থাকার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি গণমাধ্যমকে দেয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎকার হতে এ সম্ভাবনার কথা জানা যায়।
এ প্রসঙ্গে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির বলেছেন, “বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আহবানে সাড়া দিয়ে আমরা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার বাঁধা তুলে নিয়েছিলাম। আমি দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পেয়েছে।”
অধ্যাপক গোলাম সাব্বির আরও বলেন, “শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো। তাদের কোনো ক্ষতি হোক সেটি আমরা চাই না। তাই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের বিষয়টি আমরা বিবেচনা করব। ভর্তি কমিটির সদস্যরা চাইলে এ বিষয়ে পজিঠিভ সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি জানিয়েছেন, ইউজিসির এবছরের সুপারিশমালায় যদি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার বিষয়ে কিছু বলা হয়ে থাকে তাহলে সেটি নিয়ে রাবি ভর্তি কমিটি নিজেদের সভায় আলোচনা করবে।