The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষকের মৃত্যুতে স্মরণসভা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক আরিফুল ইসলাম-এর অকাল মৃত্যুতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের লেকচার থিয়েটারে ২৩ জানুয়ারি (সোমবার) বিকাল ৪:০০ টায় অর্থনীতি বিভাগের আয়োজনে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে,গত ১৯ ডিসেম্বর রাত ৯ টা ০৫ মিনিটে খুলনার আবু নাসের হাসপাতালের আই সি ইউ তে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৩১বছর বয়সে আরিফুল ইসলাম মৃত্যুবরণ করেন।

আরিফুল ইসলাম ১৯৯১ সালের ২রা অক্টোবর সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ২৭ শে মার্চ ২০১৮ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ৩০ শে জুলাই ২০২২ পর্যন্ত কর্মরত ছিলেন। এছাড়াও তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন।

স্মরণ সভায় আরিফুল ইসলামের স্মৃতিচারণ করতে গিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্ব সচেতন, কর্মতৎপর, আন্তরিক, নীতিনিষ্ঠ ব্যক্তি ছিলেন আরিফুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ কাজে তিনি ছিলেন একজন নির্ভরযোগ্য ব্যক্তি। আমাদের বিশ্ববিদ্যালয়টির গড়ে ওঠার সময় তাঁকে হারানোর বেদনা সত্যিই আমাদের জন্য হৃদয়বিদারক। আরিফ যেভাবে শিক্ষার্থীদের গড়ে তুলতে চেয়েছিলেন আমরা সবাই মিলে চেষ্টা করব সেভাবে তাদের গড়ে তুলতে। উপাচার্য মহোদয় আরিফুল ইসলাম-এর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের শোক কাটিয়ে উঠার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

স্মরণসভায় আরিফুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. ফখরুল ইসলামসহ অর্থনীতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.