দেশের স্কুল-কলেজ গুলোতে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় জনপ্রিয় কিছু ইভেন্ট বস্তা দৌড়, সুতোয় ঝুলিয়ে বিস্কুট, চকলেট দৌড় ও এক পা উঠিয়ে মোরগের লড়াই। স্কুল-কলেজের এই খেলাগুলো দেশের ঐতিহ্যের অংশ মনে করা হয়। যানা যাচ্ছে এসব খেলা নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস ও কিডসের আইন বহির্র্ভূত যে সব প্রতিযোগিতা হয় তাদের মধ্যে উল্লিখিত এসব খেলাও রয়েছে। ওয়ার্ল্ড অ্যাথলেটিকস ও কিডস অ্যাথলেটিকসের আইনে এসব খেলার অনুমতি নেই। তাই বাংলাদেশে বস্তা দৌড়, চোখ বেঁধে হাড়ি ভাঙা, চকলেট দৌড় ও পা তুলে মোরগ লড়াই নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে দেশের অ্যাথলেটিকসের অভিভাবক সংস্থা।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু।
অ্যাথলেটিকস ফেডারেশনের এক কর্মকর্তা বলেন, এতে আমরাও হতবাক, তবে আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশনের নির্দেশ বলে যত কথা। তাদের চিঠি পাওয়ার পর আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছি। কী করা যায় তারাই সিদ্ধান্ত নেবেন।