শিরোনাম
ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে পৌঁছেছেন। লাইভ ফুটেজে দেখা গেছে, এয়ার ফোর্স ওয়ান বেন গুরিওন বিমানবন্দরে অবতরণ করে।
আল জাজিরা সূত্রে খবর, ট্রাম্প আজ ইসরায়েলি নেসেটে ভাষণ দেবেন এবং এরপর তিনি যুদ্ধবিরতি চুক্তির ওপর একটি শীর্ষ সম্মেলনে যোগদিতে মিসরে যাবেন।
মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বেন গুরিয়ন বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ। এছাড়া ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, তার মেয়ে ইভাঙ্কা এবং মার্কিন মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফও উপস্থিত ছিলেন।
এদিকে গাজায় আটক অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সোমবার সকাল ৮টার পর সাত জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রসের হাতে হস্তান্তর করা হয়। তাদের এখন ইসরায়েলি বাহিনীর কাছে নিয়ে যাওয়া হয়েছে।
বাজেট পাসের আগে নতুন মন্ত্রিসভা ঘোষণা ম্যাক্রোঁর
নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আগামী বছরের বাজেট সংসদে উপস্থাপনের সময়সীমা ঘনিয়ে আসায় তিনি নবনিযুক্ত প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোরনুর সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে এই নতুন মন্ত্রিসভার নাম প্রকাশ করেন।
রবিবার প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী, লেকোরনুর নতুন মন্ত্রিসভায় জ্যাঁ-নোয়েল ব্যারো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আগের পদেই বহাল থাকছেন। আর বিদায়ী শ্রমমন্ত্রী ক্যাথরিন ভোত্রিন এবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন। ম্যাক্রোঁ-ঘনিষ্ঠ রোলাঁ লেস্কুর অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া নতুন মন্ত্রিসভায় এসেছে কয়েকটি নতুন মুখও।
প্যারিসের পুলিশ প্রধান লরাঁ নুনিয়েজ নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন। তিনি ডানপন্থী রিপাবলিকান দলের নেতা ব্রুনো রেতাইয়োর স্থলাভিষিক্ত হচ্ছেন।
বিশ্ব বন্যপ্রাণী তহবিলের ফ্রান্স শাখার সাবেক পরিচালক ও খ্যাতনামা প্রকৃতিবিদ মোনিক বারবু পরিবেশ ও জলবায়ু রূপান্তর মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করছেন।
তবে জেরাল্ড দারমানিন আগের মতোই বিচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন।
এছাড়া সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি- যিনি আগামী বছর দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন, তাকেও মন্ত্রিসভায় বহাল রাখা হয়েছে।
এক্স-এ দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী লেকোরনু লিখেছেন, ‘বছর শেষ হওয়ার আগেই ফ্রান্সের বাজেট প্রণয়নের লক্ষ্য নিয়ে একটি ‘মিশনভিত্তিক সরকার’ গঠন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি সেই নারী ও পুরুষদের ধন্যবাদ জানাই, যারা ব্যক্তিগত ও দলীয় স্বার্থ উপেক্ষা করে এই সরকারের অংশ হয়েছেন। এখন একটাই বিষয় গুরুত্বপূর্ণ-দেশের স্বার্থ।’
ম্যাক্রোঁ গত শুক্রবার লেকোরনুকে পুনরায় নিয়োগ দেন, তার মাত্র চার দিন আগে তিনি পদত্যাগ করেছিলেন। প্রথম মন্ত্রিসভা ভেঙে যাওয়ার পর রাজনৈতিক বিরোধীরা নতুন সরকারকে প্রথম সুযোগেই ক্ষমতাচ্যুত করার হুমকি দেয়।
৭ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী
ইসরাইলের সাত জিম্মিকে রেডক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) হাতে তুলে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জিম্মি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী। তারা জানিয়েছে, গাজায় রেড ক্রস সাতজন জিম্মিকে গ্রহণ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে সেনাবাহিনী জানায়, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) তাদের জানিয়েছে, হামাস সাতজন জিম্মিকে সংগঠনটির কাছে হস্তান্তর করেছে।
পোস্টে আরও বলা হয়, রেড ক্রস বর্তমানে গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনী ও শিন বেতের সদস্যদের উদ্দেশে রওনা দিয়েছে।
ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যে সাত জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে তারা হলেন যমজ সন্তান গালি এবং জিভ বারম্যান, মাতান অ্যাংরেস্ট, অ্যালোন ওহেল, ওমরি মিরান, এইতান মোর ও গাই গিলবোয়া-দালাল।
এদিকে জিম্মি মুক্তির খবরে তেল আবিবের হোস্টেজেস স্কয়ারে উল্লাসে ফেটে পড়েছেন হাজারো ইসরাইলি নাগরিক। জিম্মিদের মুক্তির খবরে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করছেন, গান গাইছেন এবং কেউ কেউ ইসরাইলের পতাকা উড়াচ্ছেন।
অপরদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে বিশাল জনতা জড়ো হচ্ছে। সেখানে শিগগিরই নাসের মেডিকেল কমপ্লেক্সে শত শত মুক্ত ফিলিস্তিনি পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে বন্দি বিনিময়ের জন্য মোট ২০ জন ইসরাইলি জিম্মির তালিকা প্রকাশ করেছে হামাস। বর্তমানে হামাসের হাতে থাকা ৪৮ জন জিম্মির মধ্যে এখনো এই ২০ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।
টর্চ জ্বালিয়ে গাজা যুদ্ধবিরতির বার্তা দিয়ে ভাইরাল সেই সাংবাদিক নিহত
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই শহরে অন্যান্য সশস্ত্র গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে হামাস। এই সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাবি। ২৮ বছর বয়সী এই তরুণ সাংবাদিক চলমান যুদ্ধ নিয়ে তাঁর ভিডিও কভারেজের জন্য বিশেষ পরিচিতি পেয়েছিলেন।
গত ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই গাজায় ফিরতে শুরু করেন ফিলিস্তিনিরা। ওই রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে প্রেস লেখা জ্যাকেট পরা এক ব্যক্তিকে চিৎকার করে বলতে দেখা যায়, ‘যাঁদের কাছে ইন্টারনেট নেই, তাঁদের আমরা জানাচ্ছি, যুদ্ধ শেষ হয়েছে।’ পরে জানা যায়, তিনিই ছিলেন সাংবাদিক সালেহ আল জাফারাবি।
ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা আরবি জানিয়েছে, গাজা শহরের সাবরা এলাকায় ‘সশস্ত্র মিলিশিয়ার’ গুলিতে আলজাফারাবি নিহত হন। তিনি গতকাল রোববার সকাল থেকে নিখোঁজ ছিলেন। আল-জাজিরার সানাদ সংস্থা বিভিন্ন প্রতিবেদন ও অ্যাকটিভিস্টদের প্রকাশিত ফুটেজ যাচাই করে এর সত্যতা পেয়েছে। ‘প্রেস’ লেখা ফ্ল্যাক জ্যাকেট পরিহিত অবস্থায় একটি ট্রাকে তাঁর মরদেহ দেখা গেছে।
ফিলিস্তিনি সূত্রগুলো আরও জানায়, সংঘর্ষটি হামাস নিরাপত্তা বাহিনী এবং দগমুশ গোত্রের যোদ্ধাদের মধ্যে চলছিল। যদিও স্থানীয় কর্তৃপক্ষ এটি নিশ্চিত করেনি। তবে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আল-জাজিরা আরবিকে জানিয়েছেন, গাজা শহরে এই সংঘর্ষটি (ইসরায়েলি) দখলদারির সঙ্গে যুক্ত একটি সশস্ত্র মিলিশিয়াক ঘিরে ঘটেছিল। ওই সূত্র দাবি করে, নিরাপত্তা বাহিনী মিলিশিয়ার সদস্যদের অবরুদ্ধ করেছে এবং মিলিশিয়া সদস্যরা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দক্ষিণ গাজা থেকে গাজা শহরে ফেরা বাস্তুচ্যুতদের হত্যার সঙ্গে জড়িত ছিল।
সাম্প্রতিক যুদ্ধবিরতি সত্ত্বেও, স্থানীয় কর্তৃপক্ষ বারবার সতর্ক করে বলেছে, গাজা উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি এখনো অত্যন্ত চ্যালেঞ্জিং।
গত জানুয়ারিতে যখন সাময়িক যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল, তার কয়েক দিন আগে আল-জাজিরার সঙ্গে আলাপকালে সাংবাদিক আলজাফারাবি গাজার উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘এই ৪৬৭ দিনের মধ্যে আমি যেসব দৃশ্য ও পরিস্থিতির মধ্য দিয়ে গেছি, তা আমার স্মৃতি থেকে মুছে যাবে না। আমরা যেসব পরিস্থিতির সম্মুখীন হয়েছি, তা আমরা কখনোই ভুলতে পারব না।’
এই সাংবাদিক আরও জানান, তাঁর কাজের কারণে ইসরায়েলের দিক থেকে তিনি অসংখ্য হুমকি পেয়েছিলেন। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি প্রতি মুহূর্তে ভয়ে থাকতাম, বিশেষ করে ইসরায়েলি দখলদারির আমার সম্পর্কে যা বলছিল তা শোনার পর। আমি প্রতি সেকেন্ডে বেঁচে ছিলাম, কিন্তু জানতাম না পরের সেকেন্ডটি আমার জন্য কী নিয়ে আসবে।’
সাংবাদিকদের জন্য ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী এই সংঘাত। ২০২৩ সালের অক্টোবর মাসে ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় ২৭০ জনেরও বেশি গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন।
আলজাফারাবির মৃত্যু এমন এক সময়ে ঘটল যখন গাজায় বর্তমান যুদ্ধবিরতি তৃতীয় দিনের মতো কার্যকর রয়েছে এবং প্রত্যাশিত জিম্মি-বন্দী বিনিময়ের প্রক্রিয়া চলছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার মিসরের লোহিত সাগরের রিসোর্ট শহর শার্ম এল-শেখে গাজা সম্মেলনে অন্য বিশ্ব নেতাদের সঙ্গে মিলিত হতে চলেছেন। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে যৌথভাবে আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য হলো গাজা উপত্যকায় যুদ্ধের অবসান ঘটানো, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার এক নতুন যুগের সূচনা করা।
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার জানিয়েছে, এই ঐতিহাসিক শীর্ষ সম্মেলনে গাজা উপত্যকায় যুদ্ধের অবসানকারী একটি নথি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। তবে এই শান্তি আলোচনায় ইসরায়েল বা হামাসের কেউই প্রতিনিধি পাঠাবে না।
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মরুর দেশ আমিরাত
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাত।আর রোববারও সারাদিন দেশটির বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন এমন বৈরি আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় কিছু এলাকাতে বৃষ্টি ছিল। আগামী কয়েকদিনও আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এই আবহাওয়ায় সাধারণ জীবনযাত্রা ব্যহত হয়েছে।
রোববারের আবহাওয়া বার্তা অনুযায়ী, আগামী কয়েকদিন বৈরি আবহাওয়া থাকলেও উন্নতি হবে। মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বজ্রপাত নিয়ে জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে বলে জানানো হয়েছে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য