ডিআইইউ প্রতিনিধিঃ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বন্ধুসভার নতুন কমিটি ঘোষনা করা হয়েছে৷ এতে সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন সিএসই বিভাগের শিক্ষার্থী আব্দুল মুনিয়ম সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিএসই বিভাগের শিক্ষার্থী ইয়াসিন গাজী।
সম্প্রতি ডিআইইউ বন্ধুসভার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি মোঃ ফুয়াদ রায়হান, সহসভাপতি তাহমিনা আক্তার মনিরা,যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়রা আনজুম শামসী,যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান টিটো,সাংগঠনিক সম্পাদক তানজিম খান,সহসাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান,অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রিয়াদ,দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম,প্রচার সম্পাদক প্রলয় নিবারণ সরকার,পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আসফি ইসলাম হেনা,সাংস্কৃতিক সম্পাদক আল জম জম ইমাম,জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক আয়েশা সুলতানা স্মৃতি,প্রশিক্ষণ সম্পাদক সামিউল বিন আরহাম,দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মেহেদী হাসান কাওছার,স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আরাফাত মুস্তাকিম শুভ,পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আমের ইয়ামিন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মোঃ ইমাম মেহেদী হাসান,তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ জুবায়ের আহমেদ,ম্যাগাজিন সম্পাদক এ. আসাদ, বইমেলা সম্পাদক আব্দুল মোতালেব ফয়সাল,কার্যনির্বাহী সদস্য বিভা আক্তার,কার্যনির্বাহী সদস্য পলি আক্তার রিয়া,কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাছান।
এ বিষয়ে নব নিযুক্ত সভাপতি আব্দুল মুনিয়ম সরকার বলেন, অনেক দিন যাবত বন্ধুসভায় কাজ করছি, সামনে ডিআইইউ বন্ধুসভাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।
নব নিযুক্ত সাধারন সম্পাদক বলেন, আমি গত কমিটির কার্যনির্বাহী সদস্য ছিলাম, এ কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় আনন্দিত। ডিআইইউ বন্ধুসভাকে সেরা ১০ বন্ধুসভার মাঝে নিয়ে যেতে চাই।