The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

বিএসএফ স্নাইপার ন্যান্সি কর্তব্যরত অবস্থায় গর্ভবতী, তদন্ত কমিটি গঠন!

দুঃখিত! আপনি হয়ত বুঝতে ভুল করছেন ন্যান্সি কোনও মানবীর নাম নয়। ন্যান্সি হলো একটি মাদি কুকুর। কুকুর বলে ন্যান্সিকে মোটেই অবহেলা করার সুযোগ নেই।

এটা যেন তেন কুকুর নয়! ন্যান্সি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স অথবা বিএসএফের স্নাইপার ডগ। এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে ন্যান্সি অন্তঃসত্ত্বা হয়ে তিনটি কুকুর শাবকের জন্ম দিয়েছে।

অন্তঃসত্ত্বা হয়েছে তাতে কোনও সমস্যা নেই। কিন্তু, বিপত্তি বাধছে অন্যত্র। বিএসএফের সারমেয় বাহিনীর সব কিছু ক্যালেন্ডার বাঁধা। তার মানে কবে তাদের স্বাস্থ্য পরীক্ষা হবে, কবে তারা কি খাবে, কবে তাদের টিকা দেয়া হবে এবং কবে তারা প্রজনন করবে- সবই একদম নিয়ম মাফিক।

নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে ন্যান্সি গর্ভবতী হয়ে গেল। কিভাবে, কে সেই অর্বাচীন ন্যান্সির শাবকদের পিতা তা বের করতে বিএসএফ কোর্ট অব ইনকোয়ারি বসিয়েছে। শুধু কি তাই কুকুরগুলির দেখাশোনা করার জন্য যে হ্যান্ডলার থাকে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

কিভাবে নিয়মের বাইরে গিয়ে ন্যান্সি প্রেম করল ও সন্তানের জননী হলো তা জানাটা বড় জরুরি বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত বর্ডার পোস্টের।

বিশেষ করে ন্যান্সির ওপর যখন গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল চোরাচালান রোখার।

You might also like
Leave A Reply

Your email address will not be published.