প্রথমবারের মতো আইপিএলের এক আসরে খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। সাকিব, মুস্তাফিজের সাথে এবার প্রথমবারের মত সুযোগ পেয়েছে বাংলাদেশ টিমের অপেনিং ব্যাটসম্যান লিটন দাস।
আগের বারের ফ্র্যাঞ্চাইজি দিল্লী ক্যাপিটালসেই এবারও থাকছেন মুস্তাফিজ। আর শুক্রবার ভারতের কোচিতে অনুষ্ঠিত স্বল্প পরিসরের নিলামে দল পেয়েছেন সাকিব ও লিটন।
আগের বারের নিলামে দুইবারের ডাকেও অবিক্রিত ছিলেন সাকিব আল হাসান। ভিত্তিমূল্য কমিয়ে এবারেও প্রথম ডাকে দল পাননি টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। তবে দ্বিতীয় ডাকে ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে সাকিবকে দলে টেনেছে পুরোনো ঠিকানা কোলকাতা নাইট রাইডার্স।
সাকিবের মতোই নিলামের প্রথম ডাকে দল পাননি লিটন দাস। দ্বিতীয় ডাকে অবশ্য তাকে দলে টেনেছে সাকিবের কোলকাতা নাইট রাইডার্স। ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে তাকে দলে টেনেছে কোলকাতার ফ্র্যাঞ্চাইজিটি।
ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে গতবার মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছিল দিল্লী ক্যাপিটালস। ফিজের নতুন বলে সুইং ও কাটারে মুগ্ধ হয়ে এবারও তাকে দলে রেখে দিয়েছে দিল্লীর ফ্র্যাঞ্চাইজিটি।
সাকিব-মুস্তাফিজ আইপিএলে বেশ কয়েক বছর ধরে খেললেও এবারই প্রথম সেই মঞ্চে পা রাখতে যাচ্ছেন লিটন। ডানহাতি এ ব্যাটারের সাম্প্রতিল ফর্ম নিশ্চয়ই ভালো খেলার অনুপ্রেরনা যোগাবে তাকে। তবে জাতীয় দলের ধারাবাহিকতা আইপিএলের মঞ্চে ধরে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।