কাতার বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মরক্কোকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে বর্তমান রানারআপ দল ক্রোয়েশিয়া। এদিন ম্যাচে ক্রোয়েশিয়ার পক্ষে একটি করে গোল করেন জসকো জিভার্ডিওল ও মিসলোভ ওরসিচ। আর মরক্কোর হয়ে একমাত্র গোলটি করেন আশরাফ দারি।
খলিফা আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে দুদল সমানতালে খেললেও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ক্রোয়েশিয়া। পুরো ম্যাচের ৫২ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে সক্ষম হয় ক্রোয়েটরা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর মোট শট নিতে পেরেছে চারটি। এতে গোল পেয়েছে দুটি।
অন্যদিকে পুরো ম্যাচের ৪৮ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে পেরেছে মরক্কো। বল দখলের পাশাপাশি আক্রমণের ক্ষেত্রে ধার কম ছিল আফ্রিকান দলটি। ক্রোয়েশিয়ার গোলবার বরাবর শট নিয়েছে মাত্র দুটি। সেটাতেই পেয়েছে গোল।