The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

চঞ্চল চৌধুরীর সেলফিতে শাহরুখ খান!

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়ে গেলো ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।

সেখানেই উপস্থিত ছিলেন ভারতীয় গুণী চলচ্চিত্র শিল্পীরা। ছিলেন বাংলাদেশি চলচ্চিত্র শিল্পী চঞ্চল চৌধুরীও। অনুষ্ঠানেই আমন্ত্রিত অতিথি শাহরুখ খানের সঙ্গে সেলফি তোলার সুযোগ পান বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর।

বলিউডের কিংবদন্তির সাথে  নতুন কোনো সিনেমা অভিনয় করছেন কী তিনি? আসলে ঘটনা তা নয়। আপাতত চঞ্চল চৌধুরীকে বলিউডের এই তারকাদের সঙ্গে এক সিনেমায় দেখার সৌভাগ্য হয়তো হবে না এদেশের দর্শকের। তবে তাদের এক ফ্রেমে পাওয়া গেল খুব সহজেই।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, শত্রুঘ্ন সিনহা, রানী মুখার্জী। ছিলেন সৌরভ গাঙ্গুলি, অরিজিৎ সিং, রঞ্জিত মল্লিকের মতো নামজাদা শিল্পী ও তারকারা।

অনুষ্ঠানের এক ফাঁকে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খানের সাথেও কুশল বিনিময় করতে দেখা যায় চঞ্চলকে।

এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে তিনটি সিনেমা। এরমধ্যে আছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ ছবিটিও। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

You might also like
Leave A Reply

Your email address will not be published.