রাজশাহীতে জেঁকে বসেছে শীত। প্রতিবারের মতো এবারও শীতার্তদের মুখে হাসি ফোটাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবারও অসহায় ও শীতার্ত ৫০টি পরিবারের মাঝে কম্বল ও মাফলার বিতরণ করেছে।
গতকাল সোমবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় রাজশাহী শহরের বিভিন্ন স্থান ঘুরে অসহায়দের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
রাবির স্টেশন বাজার, মেইন গেট, মাজারসহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. রুখসানা বেগম ও সাদিকুল ইসলাম।
এছাড়া নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন- উপদেষ্টা এবং সাবেক সহ-সভাপতি সুমাইয়া রহমান কান্তি, সাবেক সভাপতি খালিদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক মো. রিফাত হোসেন, যুগ্ম সম্পাদক মো. নয়ন আলী, বর্তমান যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান, বর্তমান সহ-সভাপতি মো. আলী আশরাফ, বর্তমান সভাপতি রাশেদুল ইসলামসহ নবজাগরণ ফাউন্ডেশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যরা।