২০২২-২৩ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
সোমবার (১২ ডিসেম্বর) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ এই তথ্য জানান।
তিনি জানান, মার্চের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা আছে। এ লক্ষ্যে সকল অংশীজনের সমন্বয়ে একটি নীতিমালার খসড়াও তৈরি করা হয়েছে। দ্রুততম সময়ে এটি চূড়ান্ত হয়ে যাবে। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্যতার আলোকে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
মহাপরিচালক বলেন, আমরা গত দুইবারের তুলনায় পরীক্ষা এগিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। গত ৬ ডিসেম্বর বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। ২০/২১ ডিসেম্বরের তাদের মধ্যে প্রাক্টিক্যাল পরীক্ষা হয়ে যাবে।
জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে এইচএসসির ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে । পরীক্ষা আয়োজনের বিষয়টি অনেকাংশে ফলাফলের ওপর নির্ভরশীল।