The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘নদী রক্স’ কন্সার্ট আজ

জাবি প্রতিনিধিঃ সঙ্গীতের মাধ্যমে নদী ও নদীর আশেপাশের মানুষের মানবাধিকার ও সংকটময় জীবন সম্পর্কে তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা তৈরীর লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত হতে যাচ্ছে নদী রকস্ কন্সার্ট। আজ (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে কন্সার্টটি শুরু হবে বিকাল ৪ টায়।

আজ (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একদিন সব নদীর নামে একটি করে গান থাকবে’ এমনই এক নদী মুখী চাওয়া থেকে সঙ্গীতের শক্তিকে ব্যবহার করে তরুণ প্রজন্মকে নদীর কাছে নিয়ে যাওয়া ও জলবায়ু রক্ষায় সচেতন করে তোলাই এই কন্সার্টের উদ্দেশ্য।

ইউএনডিপির সহযোগিতায় আয়োজিত এ কন্সার্টে গান পরিবেশন করবে জনপ্রিয় সব ব্যান্ডদল। অংশ নেওয়া ব্যান্ডদল গুলোর মধ্যে রয়েছে চিরকুট, আরবোভাইরাস, অ্যাশেজ, বাংলা ফাইভ, এফ মাইনর ও স্মুচেস।

‘নদী রক্স’ উদ্যোগটিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতা করছে ছাত্র-শিক্ষক কেন্দ্র এবং জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট। এছাড়াও কন্সার্টটি আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করছে বাংলাদেশে অবস্থিত সুইডেন ও সুইজারল্যান্ড অ্যাম্বাসি, সার্বিক ব্যবস্থাপনায় আছে সল্ট ক্রিয়েটিভস। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে গিয়ার।

You might also like
Leave A Reply

Your email address will not be published.