ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল কুরআন অ্যন্ড ইসলামিক স্টাডিজ এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। আল কুরআন বিভাগে সভাপতি হয়েছেন বিভাগটির সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি এবং ফলিত রসায়ন বিভাগে অধ্যাপক ড. শরীফ মো. আল রেজা। রবিবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারঃ) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে, তারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক বিভাগদ্বয়ের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ এয়াকুব আলী এবং অধ্যাপক ড. অশোক কুমার চক্রবর্তীর স্থলাভিষিক্ত হয়েছেন। তারা আগামী তিন বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন।
আল কুরআন অ্যন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি বলেন, আমাকে এ দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানায়। সুন্দরভাবে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করবো। সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বিভাগের সমস্যা সমাধান ও বিভাগকে সামনে এগিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এজন্য সবার সহযোগীতা একান্তভাবে কামনা করছি।