পূরণ হলো না ক্রিস্টিয়ানো রোনালদোকে স্বপ্নটা। বহু সাধের বিশ্বকাপ ট্রফিটা না ছুঁয়েই বিদায় নিতে হলো পর্তুগিজদের।
মরক্কোর ইতিহাস গড়ার রাতে স্বপ্ন ভাঙার যন্ত্রণা নিয়ে বিশ্বকাপ-অধ্যায়ের ইতি টানলেন ফুটবলের এক মহানায়ক।
মরক্কোর কাছে পর্তুগাল হারল ১-০ গোলে।
আগের ম্যাচের মতো এদিনও রোনালদোকে বেঞ্চ রেখে একাদশ সাজান ফার্নান্দো সান্তোস। কিন্তু প্রতি দিন কি আর নতুন চমক হয়? হলো না এদিনও। দ্বিতীয়ার্ধের শুরুতেই নামলেন রোনালদো।
বিরতির আগে ইউসেফ এন-নেসারির গোলে লিড পায় মরক্কো।
একটি গোলের জন্য মাথা খুটে মরলেন যেন রোনালদোরা। যোগ করা সময়ে এককভাবে এগিয়ে শটও রোনালদো। কিন্তু কিছুতেই আর কিছু হলোন। পর্বত-সমান মরক্কোর রক্ষণ ভাঙা দূরে থাকা আঁচড়ও পড়ল না। রোনালদোরা যখন হতাশায় ভাসছিলেন। তখন নতুন রূপকথার এক গল্প লেখা উচ্ছ্বাসে ভাসছে মরক্কো।