The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪

এআইইউবিতে ডিসকভার ইংলিশ ২০২২ শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং টিসল সোসাইটি অব বাংলাদেশ-এর সহযোগিতায় ডিসকভার ইংলিশ ২০২২ “স্টুডেন্টস কনফারেন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার” শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বিগত ৮ ডিসেম্বর এআইইউবি ক্যাম্পাসে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের ২৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্যের বিএ, এমএ এবং এমফিল শিক্ষার্থীদের মোট ১২৬টি গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল “এ কনফারেন্স বাই দ্যা স্টুডেন্টস অ্যান্ড ফর দ্যা স্টুডেন্টস”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ এবং স্বাগত বক্তব্য দেন এআইইউবি’র ইংরেজি বিভাগীয় প্রধান সিনিয়র সহকারী প্রফেসর এম হামিদুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটি’র ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজ (বিআইএল) এর প্রতিষ্ঠাতা ও সিনিয়র পরিচালক লেডি সৈয়দা সারওয়াত আবেদ, এআইইউবি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবদুর রহমান এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব ইশতিয়াক আবেদীন এবং ভাইস চ্যান্সেলর ড. কারমেন জিটা লামাগনা।

অনুষ্ঠানে কৃতজ্ঞতা-জ্ঞাপন সূচক বক্তব্য দেন কনফারেন্সের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনষ্টিটিউট এর ইংরেজি ভাষা বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী আকিকুর রহমান।

কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে ৪টি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের ৮টি গবেষণাপত্রকে নির্বাচিত এবং পুরস্কৃত করা হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.