বাউয়েট প্রতিনিধিঃ বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থীদের চার সপ্তাহব্যাপী ইন্টার্নশীপ প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), রাজশাহী এর সম্মেলন কক্ষে আয়োজিত বাউয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশীপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমডিএ এর চেয়ারম্যান আখতার জামান, নির্বাহী পরিচালক জনাব আব্দুর রশিদ (ভারপ্রাপ্ত), বাউয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান, বিএমডিএ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বাউয়েটের শিক্ষকমন্ডলী ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ১১ তম ব্যাচের শিক্ষার্থীরা সহ আরো অনেকে।
এছাড়াও ৭ ডিসেম্বর বাউয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১১ তম ব্যাচের ১৫ জন শিক্ষার্থীর ৪ সপ্তাহব্যাপী ইন্টার্নশীপ প্রোগ্রামের উদ্বোধন হয় রাজশাহীর কন্সট্রাকশন ভিশনে। এসময়ে উপস্থিত ছিলেন স্ট্রাকচারাল ইন্জিনিয়ার প্রকৌশলী মোঃ ইমরুল হাসান সহ আরো অনেকে।