রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদে প্রথম বারের মতো ‘শীত আগমনী উৎসব-১৪২৯’ এর আয়োজন করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে দীনব্যাপী চলবে এ আয়োজন।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন চারুকলা অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আলী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রথমবারের মতো আয়োজিত এ উৎসবের মূল আকর্ষণ হিসেবে থাকবে ঢেঁকির ডামি, কারুকার্যে সজ্জিত সূর্যমুখী ফুলের বাগান, অতিথি পাখি সজ্জিত বটগাছ এবং পুকুর। এগুলোর মাধ্যমে শীতকালীন আবহটিকে উপস্থাপন করবে শিক্ষার্থীরা। উৎসবটিকে ঘিরে চারুকলার প্রধান ফটক থেকে শুরু করে মুক্তমঞ্চসহ পুরো প্রাঙ্গণকে শিল্পীর রং তুলির ছোঁয়ায় সাজানো হবে। পাশাপাশি থাকবে হরেক রকমের পিঠার ৬ টি স্টল।
তিনি আরও বলেন, উৎসবের ১ম পর্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মো.সুলতান-উল-ইসলাম এবং অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর। চারুকলা অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকার কথা রয়েছে প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রকাশক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে এবং ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর।
অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, “আবহমান বাঙালি সংস্কৃতিতে যেটা হয়ে আসছিল, ফসল উঠার পরে কৃষক নতুন ফসল দিয়ে পিঠা উৎসব করে আসছিল। আমরা মূলত সে থিমকে ভিত্তি করে আমাদের এবারের শীত উৎসব আয়োজন করেছি। উৎসবের প্রতিটি সেগমেন্টে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার ব্যবহারিক প্রয়োগের সুযোগ পাবে৷ আর যে ঐতিহ্য গুলো হারিয়ে যাচ্ছে তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস এ আয়োজন।”