The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪

ঢাবি’র ৫ শিক্ষার্থীকে “আতাউস সামাদ স্মারক বৃত্তি” প্রদান

সাংবাদিক রাহাত খানকে আজীবন সম্মাননা (মরণোত্তর)

স্নাতক সম্মান পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫ জন মেধাবী শিক্ষার্থীকে “আতাউস সামাদ স্মারক বৃত্তি” প্রদান করা হয়। বৃত্তি প্রাপ্তরা হলেন – সুস্মিতা চক্রবর্তী মিশু, মো. আব্দুল্লাহ, জিহাদুল ইসলাম, মো. সাফায়েত হোসেন এবং মো. ফারজিব মাহমুদ।

একই অনুষ্ঠানে, দেশে সাংবাদিকতা পেশার উন্নয়নে অনবদ্য  অবদানের জন্য প্রয়াত সাংবাদিক এবং কথাসাহিত্যিক রাহাত খানকে “আতাউস সামাদ স্মারক ট্রাস্ট আজীবন সম্মাননা (মরণোত্তর)” প্রদান করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গতকাল ০৮ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা ও বৃত্তি প্রদান করেন। প্রয়াত সাংবাদিক রাহাত খানের স্ত্রী অপর্ণা খান মরণোত্তর সম্মাননা গ্রহণ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, সমাজের সঙ্গতি-অসঙ্গতি এবং সাদৃশ্য-বৈসাদৃশ্যের আলোচনা ও বিশ্লেষণ একটি ভালো সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে। তাই সত্য অনুসন্ধান ও উদ্ঘাটনের জন্য শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তিনি ছাত্র-শিক্ষক সম্পর্ক আরও হৃদ্যতাপূর্ণ করার উপর গুরুত্বারোপ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এই অনুষ্ঠান আয়োজন করে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আতাউস সামাদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে প্রয়াত সাংবাদিক এবিএম মুসা অর্থ প্রদান করেছিলেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.