The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪

ঢাবির রোকেয়া হলের উদ্যোগে “রোকেয়া দিবস” পালন

আজ রোকেয়া দিবস। ভারতীয় উপমহাদেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখেন বেগম রোকেয়া (১৮৮০-১৯৩২)। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে আজকের এই দিনে জন্মগ্রহণ করেন।

দিনটিকে যথাযথ পালন ও স্মরণিয় করে রাখতে আজ আজ ৯ ডিসেম্বর ২০২২ (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের উদ্যোগে রোকেয়া দিবস উদ্যাপন করা হয়েছে।

দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে রোকেয়া হল থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা এবং হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন। এর আগে উপাচার্য হল প্রাঙ্গণে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.