The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

ইনজুরির সাথে লড়ছে আর্জেন্টিনা শিবির!

কাতার বিশ্বকাপ  মিশনে এবার বড়সড় পরীক্ষার সামনে আর্জেন্টিনার । কোয়ার্টারের বাধা টপকাতে লিওনেল মেসিদের জিততে  হবে নেদারল্যান্ডসের সাথে। কিন্তু তার আগেই আরো এক বিপদের হানা আর্জেন্টিনা শিবিরে। ম্যাচের আগে ইনজুরি সমস্যা বেশ ভালোভাবেই দানা বেঁধেছে আলবিসেলেস্তিদের শিবিরে।

ডাচদের বিপক্ষে ম্যাচের তিন দিন আগে অনুশীলনে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন রদ্রিগো ডি পল। চোটের কারণে গত দুইদিন অনুশীলনেও ঠিকঠাক আসেননি এ মিডফিল্ডার। ডি পলের যদি ইনজুরির কারণে খেলতে না পারেন তাহলে আজ মধ্যমাঠ সাজাতে বড়সড় সমস্যায় পড়তে হতে পারে কোচ স্যালোনিকে।

এদিকে গোড়ালির চোটে ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে লাউতারো মার্টিনেজেরও। ব্যথার কারণে প্রতিদিনই ইনজেকশন নিয়ে মাঠে নামতে হচ্ছে তাকে।

আর্জেন্টিনার তারকা ফুটবলার বলা হয় অ্যাঞ্জেল ডি মারিয়াকে। দলের প্রয়োজনে জ্বলে ওঠার এক অসাধারণ ক্ষমতা আছে তার মধ্যে। অনেক বড় ম্যাচে দলকে জেতাতে পারফর্মও করেছেন তিনি। গত বছর দলকে জিতিয়েছনে কোপা আমেরিকার শিরোপা। ব্রাজিলের বিপক্ষে ফাইনালে একমাত্র গোলটি ছিল তার। কিন্তু বিশ্বকাপ শুরুর পূর্ব থেকেই চোটে জর্জরিত আর্জেন্টােইন এ তারকা।

চোটের কারণে এবারের বিশ্বকাপে ডি মারিয়ার অংশগ্রহণ নিয়ে শঙ্কা ছিল বেশ। তবে শঙ্কা দূর করে প্রথম ম্যাচ থেকেই মাঠে নেমেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। কিন্তু দুই ম্যাচ পরেই আবারও চোট পান তিনি। চোট নিয়ে আবার তাকে যেতে হলো পুনর্বাসনে। তাতে মিস হয়ে গেল পরের দুই ম্যাচ।

কিন্ত আবারও বড় ম্যাচের আগে অনুশিলন ক্যাম্পে যোগ দিলেন ডি মারিয়া। বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দিয়েছেন ক্যাম্পেও। তবে তাতেই যে কোয়ার্টারের লড়াইয়ে নিশ্চিতভাবে থাকছেন তিনই সেটা অবশ্য বলা যাচ্ছে না। নির্ভর করে তার ফিটনেসের ওপর।

গুরুত্বপূর্ণ ম্যাচে ডি মারিয়া আর রদ্রিগো থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রথমত, তারা আগের চেয়ে সুস্থ অনুভব করছে। আজকে আমরা অনুশীলনে তাদের দেখব এবং সেখান থেকেই স্কোয়াডের সিদ্ধান্তে আসব। যারা শতভাগ ফিট থাকবে, তারাই খেলবে। দল সবার আগে। দলের হয়ে মাঠে নামতে হলে আপনাকে অবশ্যই ফিট থাকতে হবে।’

মোটকথা, ডি মারিয়ার ফিটনেসের ওপর ঝুলে আছে, ম্যাচে তিনি থাকছেন কিনা। ফিট থাকলে বড় ম্যাচের বিচারে তার মাঠে নামার সম্ভাবনা একটু বেশিই থাকবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.