The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫

ডা. এস এ মালেকের মৃত্যুতে কুবির বঙ্গবন্ধু পরিষদ একাংশের শোক

কুবি প্রতিনিধি : বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের (১ নম্বর) সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেকের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বঙ্গবন্ধু পরিষদের ওমর-জাহিদ অংশ।

বুধবার (৭ ডিসেম্বর) পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো.জাহিদ হাসান স্বাক্ষরিত এক এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহযোদ্ধা এবং তাঁর (বঙ্গবন্ধু) আদর্শ ও সততার ধারক ও বাহক, মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাক্তন রাজনৈতিক উপদেষ্টা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের ১ নম্বর সদস্য ছিলেন। তাঁর মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তো বটেই, দেশের বুদ্ধিবৃত্তিক চর্চা এবং বঙ্গবন্ধুর আদর্শ প্রসার ও বিস্তারের অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।

বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে জানানো হয়, সর্বজন শ্রদ্ধেয় এ মহান ব্যক্তিত্বের প্রয়াণে বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় একজন অভিভাবককে হারালো, যা কখনোই পূরণ হবে না।

বিশেষভাবে উল্লেখ করা হয়, বঙ্গবন্ধু পরিষদ-কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ও কার্যক্রমে মহান ব্যক্তিত্ব ডা. এস এ মালেকের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। একই সঙ্গে অঙ্গীকার ব্যক্ত করছে যে, তিনি যে আদর্শ, স্বপ্ন ও প্রত্যাশা রেখে গেছেন, বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় তা ধারণ করেই সেই আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে আরো উজ্জীবিত হয়ে উঠবে। বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে, একজন ডা. এস এ মালেকের মৃত্যু নেই। তিনি চিরঞ্জীব হয়ে বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের ছায়া হয়ে থাকবেন। আমরা ডা. এস এ মালেকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.