রিয়ান বিন কবিরঃ ৩২ দল নিয়ে শুরু হওয়া কাতার বিশ্বকাপ এখন সীমাবদ্ধ হয়েছে আট দলে। অঘটন, নাটকীয়তা ও রোমাঞ্চ ছড়িয়ে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপের ২২তম আসরের দ্বিতীয় পর্বের খেলা শেষ হয়েছে। ইতোমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্সসহ আটটি দল।
পোল্যান্ডকে ৩-১ গোলে ধসিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। সেই ম্যাচে জোড়াগোল করেছেন কিলিয়ান এমবাপ্পে।এর মাধ্যমেই চলতি বিশ্বকাপের ৪ ম্যাচে ৫ গোল করেছেন এই ফরাসি স্ট্রাইকার।সেই হিসেবে এবারের গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন কিলিয়ান এমবাপ্পে। কেননা প্রতিদ্বন্দ্বিদের কেউ তার আশপাশে নেই। কিলিয়ান এমবাপ্পের ৫গোলের বিপরীতে তিন ম্যাচ খেলে ৩ গোল নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন তারই সতীর্থ অলিভার জিরু।
নেদারল্যান্ডসের কোডি গাকপোও আছেন দৌড়ে। ৪ ম্যাচে তিন গোল করেছেন তিনি। ইংল্যান্ডের সাকাও ৩ ম্যাচে করেছেন তিন গোল।৪ ম্যাচে তিন গোল করে লিওনেল মেসিও আছেন তালিকায়। ব্রাজিলের রিচার্লিসনও ৩ ম্যাচে করেছেন ৩ গোল।সুইজারল্যান্ডের বিপক্ষে কাতার বিশ্বকাপের ১ম হ্যাট্রিক করে পর্তুগালের গঞ্জালো রামোসও নতুন করে নাম লিখিয়েছে তালিকায়।
দ্বিতীয় পর্ব শেষে গোল্ডেন বুটের দৌঁড়ে কারা এগিয়ে চলুন দেখে নেয় একনজরে-
৫ গোল
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
৩ গোল
অলিবার জিরু (ফ্রান্স)
লিওনেল মেসি (আর্জেন্টিনা)
রিচার্লিসন (ব্রাজিল)
মার্কাস রাশফোর্ড (ইংল্যান্ড)
বুকায়ো সাকা (ইংল্যান্ড)
গঞ্জালো রামোস (পর্তুগাল)
কডি গ্যাকপো (নেদারল্যান্ডস)