The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

বকশী বাজার মাঠ উদ্বোধনকালে মেয়র তাপসের ওপর হামলার চেষ্টা

মেহেরাবুল ইসলাম সৌদিপ, জবি: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের ওপর হামলার চেষ্টা করা হয়েছে। রাজধানীর বকশীবাজারে বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় কেন্দ্রীয় মাঠ উদ্বোধনের জন্য ফটকে উপস্থিত হলে ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা এই মাঠ নিজেদের দাবি করে মেয়রের ওপর হামলা চালায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা প্রহরীর পাহারায় মাঠ উদ্বোধন না করেই মেয়র স্থান ত্যাগ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি রাবার বুলেট ছোড়ে। এ সময় এক পুলিশ একজনকে আটক করে বলে দাবি করেছে শিক্ষার্থীরা।

অবস্থানরত পুলিশরা জানায়, মেয়র চলে যাওয়ার সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা মাঠের ভেতর থেকে চেয়ার ছুঁড়তে থাকে। পরে পুলিশ ধাওয়া দিলে তারা দৌড়ে মাঠের অপর প্রান্তে গিয়ে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এসময় বেশ কিছুক্ষণ ধাওয়া পালটা ধাওয়া চলতে থাকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালবাগ থানার ডিসি মো. জাফর। তিনি বলেন, ‘হামলাকারী শিক্ষার্থীরা ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী। আপাতত এইটুকু পরিচয় জানা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আমরা ব্যবস্থা নিয়েছি। হামলাকারীদের মূল পরিচয় বের করা হবে।’

তবে কোনো শিক্ষার্থীকে আটক করা হয়েছে কি না এমন কোনো সঠিক তথ্য এখন পর্যন্ত ডিসির জানা নেই বলে জানিয়েছেন। স্থানীয় থানাগুলোতে খোঁজ নিয়ে জানাবেন বলে আশ্বাস দেন। পরবর্তীতে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে ঢাকা আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. আবদুর রশিদ জানান, ‘এখানে কারাগার ও ঢাকা আলিয়া মাদরাসার মধ্যে মাঠটি মিয়ে মামলা চলমান রয়েছে। এখনও তার কোনও সমাধান হয়নি। মামলার রায়ের আগে বলা যাবেনা যে মাঠটি আমাদের বা তাদের। শিক্ষার্থীদের দাবি হলো মাঠের নাম নিয়ে। আমরা এ বিষয়ে সমঝোতার চেষ্টা করবো।’

‘আমাদের এক ছাত্রকে পুলিশ আটক করে নিয়ে যায়। পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করলে তারা নিজেরাই তাকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে যায়৷ আর কোনো অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সে ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি।’

হামলার বিষয়ে তিনি বলেন, ‘দাবি থাকলেই শিক্ষার্থীরা কারোর ওপর হামলা করতে পারেনা। আর পুলিশ আটক করবে এটাও কাম্য নয়।’

এর আগে বুধবার দুপুর ১২টা থেকে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা মাঠের মূল ফটক অবরোধ করে শিক্ষার্থীরা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.