রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলে ক্যারাম বোর্ড ও টেবিল টেনিস খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। সোমবার (০৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, মতিহার হলের খেলা কক্ষে ক্যারাম বোর্ড ও টেবিল টেনিস খেলার সময় উচ্চ স্বরে কথা বলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মতিহার হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম এবং ফাইন্যন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শেখ উৎসের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতা-হাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে উভয়েই মাথায় গুরুতর আঘাত পায়ে আহত হন। পরে তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রামেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠায়।
মতিহার হলের প্রাধ্যক্ষ এম নজরুল ইসলাম বলেন, দুজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নেবো।